আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মারসেলো কুয়েরোগা। মঙ্গলবার তিনি অধিবেশনে যোগ দিয়েছিলেন। এর পরই তার শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি ও আল-জাজিরা।
এক বিবৃতিতে ব্রাজিল সরকার জানিয়েছে, নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার মারসেলোর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদিন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেন প্রেসিডেন্ট জইর বলসোনারো এবং মারসেলো। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, গত রবিবার নিউইয়র্কের সড়কের পাশে বলসোনারোর সঙ্গে পিৎজা খাচ্ছেন মারসেলো। এ সময় সঙ্গে যারা ছিলেন, তাদের কারো মুখেই মাস্ক ছিল না।
ব্রাজিল প্রতিনিধিদলের বাকি সব সদস্যের করোনা পরীক্ষা করা হয়েছে। তবে বাকি সবার ফল নেগেটিভ এসেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এর আগে দেশটির প্রতিনিধিদলের আরও এক সদস্যের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct