নকিব উদ্দিন গাজী, ডায়মন্ড হারবার: চাকুরী দেওয়ার নাম করে নকল নিয়োগপত্র দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি।
ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার পারুলিয়া কোষ্টাল থানার আব্দালপুর এলাকার। ধৃত ব্যক্তি আব্দুল খালেক পাইক।
অভিযোগকারী যুবক ডায়মন্ড হারবার থানার চাঁদনগর ঘোষ পাড়ার বাসীন্দা শুভঙ্কর নস্কর,পেশায় ওষুধ দোকানের কর্মী।
অভিযোগকারী যুবকের দাবী, বেশকিছু দিন আগে কপাটহাটে ওষুধের দোকানে অভিযুক্ত ব্যক্তি আব্দুল খালেক পাইকের সাথে আলাপ হয় দোকানের কর্মচারী শুভঙ্কর ঘোষের। পরে আব্দুল খালেক পাইক জানায় তার সাথে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির আলাপ রয়েছে এমনকি তিনি টাকার বিনিময়ে PHE দপ্তরে চাকুরী করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেন। পরে রাজ্য সরকারের বিশ্ব বাংলা লোগো,রাজ্যের জয়েন্ট সেক্রেটারি ও ডেপুটি সেক্রেটারি সই ও স্ট্যাম্প নকল করে ভুঁয়ো নিয়োগপত্র তৈরী করে, অভিযোগকারী যুবদেরকে দেন অভিযুক্ত ব্যক্তি আব্দুল খালেক পাইক। বিপত্তি ঘটে এরপরে নিয়োগ পত্র নিয়ে ওই যুবক কাজে যোগ দিতে গেলে জানতে পারেন তার নিয়োগপত্র নকল। এরপরেই অভিযুক্ত ব্যক্তি আব্দুল খালেক পাইককে ঘটনার কথা জানালে টাকা ফেরত দেওয়ার কথা বলেন অভিযুক্ত ব্যক্তি।
তবে ঘটনার পর থেকে টাকা না দেওয়ার জন্য গা ঢাকা দিয়েছিলো আব্দুল খালেক পাইক। গত সোমবার ঘটনায় পারুলিয়া কোষ্টাল থানায় আব্দুল খালেক পাইকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রতারিত যুবক শুভঙ্কর ঘোষ। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তি আব্দুল খালেক পাইককে গ্রেফতার করে পারুলিয়া কোষ্টাল থানার পুলিশ।
তবে ঘটনা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন কোথা থেকে রাজ্য সরকারের বিশ্ব বাংলা লোগো ও রাজের জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারির সই ও স্ট্যাম্প নকল করে ও রাজ্য সরকারের জন স্বাস্থ্য কারিগরি দপ্তরের নকল নিয়োগপত্র তৈরি তৈরী করলো? ঘটনার পেছনে কোন বড়সড় চক্র রয়েছে কিনা তা নিয়ে ধন্দে পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct