আপনজন ডেস্ক: বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে তিনটি ট্রাকে ১৬ টন পদ্মার ইলিশ এল রাজ্যে। বাংলাদেশ সরকার আগেই ঘোষণা করেছিল পড়শি দেশে পাঠানো হবে পদ্মার ইলিশ।
বুধবার বিকেল ৫টায় কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ইলিশের ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। কাস্টমস ও বেনাপোল মৎস্য অধিদপ্তরের মান নিয়ন্ত্রণ আধিকারিক মাছের নমুনা পরীক্ষা করে রপ্তানির অনুমতি দেন। এদিন কলকাতার আমদানিকারক প্রতিষ্ঠান জেকে ইন্টারন্যাশনাল ও সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজ গ্রহণ করেছে। এসব ইলিশের সাইজ এক কেজি থেকে দেড় কেজি ওজনের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct