আপনজন ডেস্ক: কোভিশিল্ড ভ্যাকসিনে ছাড়পত্র দেওয়া নিয়ে এতদিন টালবাহানা করছিল ব্রিটেন। তারা সাফ জানিয়ে দিয়েছিল, এই ভ্যাকসিনে অনুমতি দিলেও ভারতীয়দের ব্রিটেনে এলে কোয়ারেন্টাইনে থাকতেই হবে। তাদের এই নীতি নিয়েই আপত্তি তুলেছিল ভারত। যদিও ব্রিটেন সরকারের নয়া পর্যটন রীতিতে জট এখনও কাটল না।
ব্রিটেনের অক্সফোর্ড ও অ্যাস্ট্রজেনেকার ভ্যাকসিন থেকে তৈরি ভারতের কোভিশিল্ড ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হলেও ভারতীদের কোয়ারেন্টাইনেই থাকতে হবে ইংল্যান্ডে এসে। এর ফলে আগামী অক্টোবর থেকে কোভিশিল্ডের দুটি ডোজ নেওয়া ভারতীয়রা ব্রিটেনে প্রবেশ করতে পারবেন।একই সঙ্গে ভারত থেকে ব্রিটেনে যাওয়া ভারতীয়দের ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। সাম্প্রতিক নির্দেশিকায় ব্রিটেন জানিয়েছিল অ্যাস্ট্রজেনেকার কোভিশিল্ড, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাক্সজেভরিয়া এবং মাডার্নার টিকা নিয়েছেন এমন ব্যক্তি ব্রিটেনে গেলে তাঁকে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। অনুমোদন সত্ত্বেও এই টিকা নিয়ে সে দেশে গেলে কেন ভারতীয়দের কোয়ারেন্টাইনে থাকতে হবে, সেই নিয়েই প্রশ্ন উঠেছিল। ব্রিটেন সরকারের তরফে জানানো হয়েছে, ভারতের টিকা নিয়ে আপত্তি নেই, সংশয় রয়েছে টিকার সার্টিফিকেট নিয়ে। এই সার্টিফিকেট সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। তাই কোভিশিল্ড টিকার দুটি ডোজ নিয়ে ব্রিটেনে গেলেও বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতেই হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct