আপনজন ডেস্ক: করোনা হানার ফলে আগে একবার স্তব্ধ হয়ে গিয়েছিল আইপিএল। যার ফলে পাল্টে ফেলা হয় গোটা টুর্নামেন্টেই সূচি। টুর্নামেন্ট ভারত ছেড়ে চলে আসে আমিরশাহীতে। কিন্তু তাতেও রক্ষে নেই। আইপিএলের দ্বিতীয় পর্বেও হানা দিল সেই মারণ ভাইরাস।
আজ বুধবার দুবাইয়ে টিম দিল্লির মুখোমুখি হওয়ার কথা সানরাইজার্সের। তার আগেই সানরাইজার্স শিবিরে করোনা হানা। করোনা আক্রান্ত হয়েছেন টি নটরাজন। মঙ্গলবার আরটিপিসিআর টেস্ট করা হয়েছিল। সেখানে বুধবার করোনা পজিটিভ ধরা পড়েন টি নটরাজন। তারপরেই সানরাইজার্স হায়দরাবাদ তারকাকে আলাদা করে আইসোলেশনে পাঠানো হয়েছে। হায়দরাবাদের এই পেসার করোনার শিকার হলেও, তিনি উপর্গহীন ছিলেন। নটরাজনের পাশাপাশি সানরাইজার্স দলের আরও ৬জনকে আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁরা হলেন বিজয় শঙ্কর, দলের ম্যানেজার বিজয় কুমার, ফিজিওথেরাপিস্ট শ্যাম সুন্দর, চিকিৎসক অঞ্জনা ভান্নন, লজিস্টিক ম্যানেজার তুষার খেদকর এবং নেট বোলার পেরিয়াস্বামী গণেশন। বুধবার ভোর ৫ টায় আবারও দলের বাকিদের আরটিপিসিআর টেস্ট করা হয়। সেখানে সকলের রিপোর্ট নেগেটিভ আসায় বুধবারের ম্যাচ খেলতে সমস্যা হবে না টিম সানরাইজার্সের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct