আপনজন ডেস্ক: আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের খেলার মাঠ নেই। অথচ মাঠের জন্য বরাদ্দ জমি অন্য প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসল আলিয়া বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র। এ ব্যাপারে সাধারণ ছাত্রদের পক্ষে সাজিদুর রহমান, মোঃ আব্বাসউদ্দীন সরদার, মোঃ মাসুদুর রহমান প্রমুখ ছাত্র বলেন, বর্তমানে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য পর্যাপ্ত হোস্টেল নেই, নেই খেলার মাঠ-স্টাফ কোয়াটার। এতদসত্বেও, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য খেলার মাঠ, হোস্টেল এর ব্যবস্থা না করেই, প্রস্তাবিত সেই একই জমির একটা অংশ অন্য প্রতিষ্ঠানকে দেওয়ার সংবাদপত্রে প্রকাশিত খবরে আমরা মর্মাহত। তাই প্রতিবাদে অবস্থান। বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।
তাদের আরো বক্তব্য, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একদিকে গঠিত হয়েছে তদন্ত কমিটি, অন্যদিকে তদন্তের অজুহাতে বিশ্ববিদ্যালয়ের দুটি অর্থ বর্ষের প্রাপ্য বাজেট নির্ধারিত অর্থ বন্ধ রাখা হয়েছে। আমরা চাই তদন্ত সঠিক প্রক্রিয়ায় এবং স্বচ্ছতার সঙ্গে হোক, তদন্ত কমিটির রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা হোক।
তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে এক দিনের এই প্রতীকী অবস্থান বিক্ষোভ কর্মসূচী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct