আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশ অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বা এটিএস এবার গ্রেফতার করল মুজফফরনগরের বাসিন্দা তথা পশ্চিম উত্তরপ্রদেশের বিশিষ্ট আলেম মাওলানা কালিম সিদ্দিকিকে। ৬৪ বছর বয়সি এই ইসলামিক পণ্ডিতকে সন্দেহজনক কার্যকলাপের অভিযোগে আগেই নিরাপত্তা সংস্থার নজরে ছিলেন। গতকাল রাতে মিরাটে পৌঁছানোর সাথে সাথে তাকে আটক করা হয়। বর্তমানে ইউপি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। ধর্মান্তর মামলা ও বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, তিনি জামিয়া ইমাম ওয়ালিউল্লাহ ট্রাস্টের প্রধান। যে কয়েকটি মাদ্রাসা তার ট্রাস্টের তিনি বিপুল পরিমাণে বিদেশী অর্থ পেয়েছে তা সরকারি আইন ভেঙেছে বলে অভিযোগ করা হয়েছে।।
তবে, ধর্মান্তর মামলায় উমর গৌতম মামলার তদন্তের সময় তার নাম উঠে আসে। ধর্মান্তরণ চক্র চালানোর অভিযোগে ইউপি উমর গৌতমকে জুন মাসে গ্রেফতার করে। দরিদ্র পরিবার, বেকার যুবক এবং প্রতিবন্ধী রা, বিশেষ করে যারা শ্রবণ শক্তি এবং বাকপ্রতিবন্ধী ছিল, তাদের ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা হচ্ছিল বলে অভিযোগ তোলে পুলিশ। তার সঙ্গে ধর্মীয় কথোপকথনের অভিযোগে মিরাট থেকে ইসলামিক পণ্ডিত মাওলানা কালিম সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে, যিনি পশ্চিম ইউপির অন্যতম বড় আলেম।
দিল্লির ওখলার আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লাহ খান এই গ্রেপ্তারকে “মুসলমানদের উপর নৃশংসতা” বলে অভিহিত করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct