আপনজন ডেস্ক: খোদ রাজধানী দিল্লিতে সাংসদদের নিরাপত্তা নিযে এবার প্রশ্ন উঠল। হায়দরাবাদারে মিম সাংসদ অসাদ উদ্দিন ওয়াসির দিল্লির বাসববনে তাণ্ডব চালাল ‘হিন্দু সেনা’র সদস্যরা। সেই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, ‘হিন্দু সেনা’রা যে সময় ওয়াইসির বাসভবনে ভাঙচুর চালায় সে সময় হায়দরাবাদের সাংসদ বাসভবনে ছিলেন না। নয়াদিল্লির ডেপুটি পুলিশ কমিশনার দীপক যাদব জানিয়েছেন, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে আসা আসাদউদ্দিন ওয়াইসি বলেন, উন্সত্ত একদল জনতা সাম্প্রদায়িক স্লোগান দিতে থাকে এবং তাকে হত্যার হুমকি দেয়। তারপর অষোকা রোডে তার বাংলোর মধ্যে থাকা অফিস ভাঙচুর করে। পুলিশ সূত্র জানিয়েছে, েএই হামলা চালিয়েছে, ‘হিন্দু সেনা’রা।
এই ঘটনা নিযে ট্যুইটারে ওয়াইসি প্রশ্ন তোলেন, যদি কোনও সাংসদের বাড়ি নিরাপদ না হয়, তাহলে অমিত শাহ কী বার্তা পাঠাচ্ছেন? এই প্রশ্ন অমিত শাহের ট্যুইটার অ্যাকাউন্টে ট্যাগও করে দেন।
ওয়াইসি আরও বলেন, ‘আমারদিল্লির বাসভবনটি আজ কট্টরপন্থী গুন্ডারা ভাংচুর করেছে। তাদের কাপুরুষতা সর্বজনবিদিত এবং যথারীতি তারা একা নয়, অনেকজন মিলে এসেছিল। তারা এমন একটি সময়ও বেছে নিয়েছিল যখন আমি বাড়িতে ছিলাম না। তারা কুঠার ও লাঠি দিয়ে সজ্জিত ছিল। তারা আমার বাড়িতে পাথর ছুঁড়েছিল, আমার নেমপ্লেট ভেঙে দেয়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct