এহসানুল হক, বসিরহাট: তীব্র জলযন্ত্রণা। রাস্তায় নেমে বিক্ষোভ ও অবরোধ করতে বাধ্য হলো পৌরসভার বাসিন্দারা।ঘটনাস্থল পরিদর্শন করতে এসে বিক্ষোভের মুখে পড়েন বসিরহাট দক্ষিণের বিধায়ক ও বসিরহাট পৌরসভার বর্তমান পৌর প্রশাসক।
রবিবার রাত থেকে টানা ১৫ঘন্টার আকাশ বন্যায় জলমগ্ন হয়ে পড়ে বসিরহাট পৌরসভার অধিকাংশ ওয়ার্ড।সর্বত্র একটাই অভিযোগ।আর তা হলো বেহাল নিকাশি।২৩টি ওয়ার্ডের মধ্যে ১৯ ও ২০ নং ওয়ার্ডের অবস্থা খুবই খারাপ।ফি বছর বৃষ্টিতে জল জমে নাভিশ্বাস ওঠার অবস্থা হয় নাগরিকদের। বাড়ির ভিতরে ঢুকে যায় বর্ষার দূষিত ময়লা জল। বারবার প্রশাসনকে জানিয়েও জল নিকাশি ব্যবস্থার কোন সুরাহা হয়নি আশ্বাস ছাড়া। বাধ্য হয়েই মঙ্গলবার বাসিন্দারা নিকাশি ব্যবস্থা পরিষ্কার ও উন্নত করার দাবি জানাতে দীর্ঘক্ষন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।
প্রসঙ্গত,বসিরহাট পৌরসভা অধিকাংশ ওয়ার্ডে জল নিকাশি নালার বেহাল দশা গত প্রায় দশ বছর ধরে। বাম আমলের পর অধিকাংশ জল নিকাশি নালার সংস্কার হয়নি বলে দাবি স্থানীয়দের। একটু বৃষ্টি হলেই বসিরহাট পৌরসভার ১৮,১৯ ও ২০ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে যায়। মার্টিনবার্ণ রোড, ইটিন্ডা রোড সহ একাধিক রাস্তা জলমগ্ন হয়ে যাওয়ায় গাড়ি নিয়ে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হয় গাড়িচালকদের। গত রবিবার থেকে ভারী বৃষ্টির ফলে এই সমস্ত ওয়ার্ডের বাড়িগুলোর ভিতরে জল ঢুকে পড়েছে।একাধিক দোকানের ভেতর জল ঢুকে লক্ষাধিক টাকার জিনিসপত্র নষ্ট হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। অথচ বসিরহাট শহরের পাশ দিয়েই বয়ে গিয়েছে ইছামতি নদী। পাশে নদী থাকা সত্বেও জল নিকাশি নালার বেহাল দশা গত দশ বছর ধরে। সেইজন্যই একটু বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় শহর বসিরহাট। বারবার করে প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি দাবি স্থানীয়দের।এদিন জলবন্দি মানুষেরা বসিরহাট ন্যজাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় ঘন্টা খানেক ধরে চলে এই অবরোধ বিক্ষোভ কর্মসূচি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ, পৌর প্রশাসক অসিত মজুমদার, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি।পৌর প্রশাসক ও বিধায়কের আশ্বাসে দ্রুত জল নিকাশি নালার সংস্কারের প্রতিশ্রুতি দিলে জলবন্দি বিক্ষোভকারী মানুষেরা অবরোধ তুলে নেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct