রাজু আনসারী, অরঙ্গাবাদ: নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি করতে আর জিয়াগঞ্জ বা বহরমপুর যেতে হবে না জঙ্গিপুর মহুকুমার ছাত্রছাত্রীদের। এবার অরঙ্গাবাদ ডিএনসি কলেজেই শুরু হয়ে গেলো নেতাজি ওপেন ইউনিভার্সিটির পথ চলা। এখন থেকে ডিএন কলেজ থেকেই ওপেনে করা যাবে মাস্টার ডিগ্রি। সোমবারই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পক্ষ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে দুঃখুলাল নিবারণ চন্দ্র কলেজ কর্তৃপক্ষকে। মূলত কলেজের অধ্যক্ষ ঈশান আলীর তৎপরতায় অরঙ্গাবাদের বুকে নেতাজি ওপেনের নয়া সেন্টার হওয়ায় উপকৃত হবেন ফরাক্কা, সামসেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর এলাকার ছাত্রছাত্রীরা। যদিও কলেজ সূত্রে জানা গিয়েছে, আপাতত বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষা বিজ্ঞান, অঙ্ক এবং লাইব্রেরি সাইন্সে মাস্টার ডিগ্রি করা যাবে ডিএন কলেজ সেন্টার থেকে। পাশাপাশি লাইব্রেরি সাইন্সে গ্রাজুয়েশন ডিগ্রিও করতে পারবেন ছাত্রছাত্রীরা। আগামীদিনে গ্রাজুয়েশনের পাশাপাশি আরো অন্যান্য কোর্স অন্তর্ভুক্ত করা হবে।
আগামী নভেম্বর মাস থেকেই মাস্টার ডিগ্রির বিভিন্ন কোর্সে ভর্তি প্রক্রিয়া চালু হবে বলেও জানানো হয়েছে কলেজের পক্ষ থেকে।
ডিএনসি কলেজের অধ্যক্ষ ঈশান আলী জানান, ঐতিহ্যবাহী দুঃখ লাল নিবারণচন্দ্র কলেজে এই শিক্ষাবর্ষ থেকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এমএ প্রোগ্রাম শুরু করছি। এটা শুধুমাত্র আনন্দের নয় আমাদের কাছে গর্বেরও বটে। আমি যখন ২০১৭ এর এপ্রিলে দুঃখ লাল নিবারণ চন্দ্র কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন্ট করি তখন কিছু জিনিস আমার মনে নাড়া দিয়ে ওঠে। তাই আমার দেখা বহু ছাত্রছাত্রী হয়তো পড়াশোনাতে খুবই ভালো। গ্রাজুয়েশনে ভালো রেজাল্ট করে বেরোচ্ছে। কিন্তু তাদের হায়ার এডুকেশনের স্বপ্নটা অধরাই থেকে যাচ্ছে। সেই চিন্তা ভাবনাটা মাথার মধ্যে ছিল, যদি এখানেই কখনো মাস্টার্স প্রোগ্রাম শুরু করতে পারি তাহলে সে সুযোগটা হাতছাড়া করবো না। আর সব ব্যাপারে গভর্ণিং বডি আমাকে সাপোর্ট করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct