আপনজন ডেস্ক: মুসলিম প্রধান দেশ লেবাননে নতুন সরকার এসেছে। সরকারের আসার পর সে দেশের পার্লামেন্টের আস্থা ভোটে জিতেছে নতুন প্রধানমন্ত্রী নাজিব মিকাতির দল। এর মধ্য দিয়ে দেশটির ১৩ মাসের রাজনৈতিক সংকটের অবসান হয়েছে।
এর আগেও সরকার গঠিত হয়েছে কিন্তু তা সংসদের আস্থা অর্জন করতে পারেনি। এর ফলে দেশটির অর্থনৈতিক সংকট ক্রমেই জটিল হচ্ছিল। গতকাল সংসদে নতুন সরকারের বিষয়ে আস্থা ভোট অনুষ্ঠিত হয়। এতে সরকারের পক্ষে ভোট দিয়েছেন ৮৫ জন সংসদ সদস্য। বিপক্ষে ভোট পড়েছে ১৫টি। এছাড়া ১৭ জন সংসদ সদস্য অনুপস্থিত ছিলেন।সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি সরকার গঠন করতে ব্যর্থ হওয়ায় গত ২৬ জুলাই নাজিব মিকাতিকে সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট মিশেল আউন। নতুন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি লেবাননের ধনাঢ্য ব্যক্তি। তিনি এর আগেও দু’বার লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন সরকারে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন আব্দুল্লাহ বুহাবিব। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউসুফ খালিল এবং স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন ফিরাস আবাইদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct