সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: “শিশুরাই সমাজের সম্পদ দেশের ভবিষ্যৎ”- নির্যাতিত শিশুদের আর্থিক ক্ষতিপূরণ এবং অসহায় শিশুদের আইনি সাহায্য ও আইনি সহায়কদের ভূমিকা নিয়ে ইউনিসেফ এবং ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির যৌথ উদ্যোগে এক কর্মশালা শিবিরের আয়োজন করা হয় বীরভূমের সিউড়ি লোক আদালত সভাকক্ষে। এদিন উপস্থিত ছিলেন জেলা জজ শুভদ্বীপ বসু, অতিরিক্ত জেলা জজ রতন দাস, জেলা স্বাস্হ্য আধিকারিক ডঃ হিমাদ্রী আড়ি, জুভেনাইল জাষ্টিস বোর্ডের প্রিন্সিপাল মেজিষ্ট্রেট অর্পিতা ঘোষ, জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের সচিব দেবজ্যোতি মুখোপাধ্যায়,সিউড়ী মহিলা থানার আইসি মিতা চক্রবর্তী.সহ অনান্য আধিকারিকগন।
এদিন শিশুদের আইনী সুরক্ষা, নির্যাতনের শিকার হলে স্বাস্হ্য পরিষেবা, আইনী সহয়তা সহ সরকারী সুবিধা কি কি পেতে পারেন ও আইনী সহায়কদের ভূমিকা এবং পুলিশ ও চিকিৎসকদের করনীয় কি এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct