আপনজন ডেস্ক: সুদানে সামরিক অভ্যুত্থান চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে সেনা কর্মকর্তারা দেশটির রাজধানী খার্তুমে রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতার ভবন দখলের চেষ্টা চালায়। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। লোকজনের উচিত এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করা।জানা যায়, সামরিক অভ্যুত্থানচেষ্টার নেতাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সুদান সরকারের এক মুখপাত্র। ক্ষমতাচ্যুত সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরের শাসনের অবশিষ্টাংশ এই চেষ্টায় অংশ নিয়েছিল।
এই ঘটনার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হ্যামদক। তিনি বলেন, এই সামরিক অভ্যুত্থানচেষ্টার সঙ্গে সেনাবাহিনীর ভেতরের ও বাইরের লোকজন জড়িত ছিলো। সুদানের ইতিহাসে এই প্রথমবার সামরিক অভ্যুত্থানচেষ্টার সঙ্গে জড়িতদের মধ্যে ৪০জনকে গ্রেফতার করা হল। সামরিক মুখপাত্র মোহামেদ আল ফাকি সুলেইমান বলেন, দেশজুড়ে অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। সামরিক বাহিনী শিগগিরই এ বিষয়ে একটি বিবৃতি জারি করবে বলে জানানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct