আপনজন ডেস্ক: কথা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কাজও হল৷ অবশেষে পেনশন চালু হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা অবসরপ্রাপ্ত শিক্ষিকা ইরা বসুর। বামফ্রন্ট সরকার থাকাকালীন ইরা বসু অবসর গ্রহণ করেন৷ তখতে তখন বুদ্ধদেব ভট্টাচার্য।
মে ২০০৯ সাল থেকে তিনি পেনশন পাননি৷ কয়েকদিন আগে অসুস্থ অবস্থায় রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যায় সংবাদমাধ্যমে খবর প্রচারের মাধ্যমে৷ সেই খবর সামনে আসার পর ইরাদেবীকে হাসপাতালে ভর্তি করা হয়৷ কথা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অবসরপ্রাপ্ত শিক্ষিকা ইরা বসু পেনশন পান না এটা জানার পর বিষয়টি নিয়ে সক্রিয় হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর রাজ্যের অর্থ দফতর মঙ্গলবার এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে। মাসিক পেনশনের পাশাপাশি অবসরগ্রহণের দিন থেকে বয়েকা টাকাও পাবেন ইরা বসু৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct