জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া : পুরুলিয়ার সূচ বিদ্ধ শিশু কাণ্ডে অবশেষে দুই অপরাধীর মৃত্যু দণ্ডের ঘোষণা করলেন বিচারক। মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতের বিচারপতি রমেশ কুমার প্রধান দুই দোষীর মৃত্যু দণ্ডের সাজা ঘোষণা করেন। দীর্ঘ প্রায় ৪০ বছর পর পুরুলিয়ায় এই প্রথম কোন মৃত্যু দণ্ড ঘোষিত হল।
তবে আইন জীবীরাও বলতে পারলেন না নব্বই এর দশকে ঠিক কোন মামলায় মৃত্যু দণ্ড হয়েছিল পুরুলিয়া আদালতে ! পৃথিবী কাঁপানো সূচ বিদ্ধ শিশু কাণ্ডে মঙ্গলবার মৃত্যু দণ্ডের সাজা পেলেন পুরুলিয়ার মফস্বল থানার নদীয়াড়া গ্রামের সনাতন ঠাকুর এবং তার প্রেমিকা মঙ্গালা গোস্বামী। ২০১৭ সালে ১১ ই জুলাই ঘটনার সূত্রপাত। সেদিন জ্বর ও সর্দি নিয়ে সাড়ে তিন বছরের শিশু কন্যাকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করতে এসেছিলেন মঙ্গলা | স্বামী পরিত্যক্তা এই মঙ্গলা তখন থাকতেন প্রেমিক সনাতন ঠাকুরের সঙ্গে। সেই প্রেমিক আবার অবসর প্রাপ্ত হোমগার্ড। পুরুলিয়া সদর হাসপাতালের চিকৎসক অসুস্থ শিশু কন্যাটির এক্সরে করতেই ধরা পড়ে তার শরীরের মধ্যে ৭ টি প্রমান সাইজের সূচ গাঁথা আছে | আর এতেই চমকে যান তারা।
এরপরেই শিশুটিকে পাঠানো হয় কলকাতার এস.এস.কে.এম হাসপাতালে | সেখানে ১৪ ই জুলাই ২০১৭ সালে অস্ত্র প্রচার করে সূচ গুলি তার শরীর থেকে বের করা হয় । তবুও বাঁচানো যায় নি অসুস্থ শিশু কন্যাটিকে। ২১ ই জুলাই তার মৃত্যু হয় | ঘটনার পরেই পালিয়ে গিয়েছিলেন অভিযুক্ত সনাতন ঠাকুর | পুলিশ তখন গ্রেপ্তার করে মঙ্গলাকে ।পরে উত্তর প্রদেশের শোনভদ্র জেলার রেনকোট হনুমান মন্দির থেকে ধরা পড়ে মূল অভিযুক্ত সনাতন ঠাকুর। তখন থেকেই জেল বন্দি ছিল অভিযুক্ত দুই জন। গত শুক্রবার দুই জনকেই দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক এবং সেদিনেই ঠিক বলেছিলেন সাজা শোনানো হবে সোমবার। কিন্তু সোমবার বিচারকের সামনেই সরকার পক্ষের আইনজীবি আনোয়ার আলি আনসারী আবেদন করেন যাতে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়।ফলে সেদিন বিচার স্থগিত রেখে বিচারক জানিয়ে দেন মঙ্গলবার সাজা ঘোষণা হবে | মঙ্গলবার বিকেলে ভিড়ে ঠাসা আদালত দুই অপরাধীর মৃত্যুদণ্ড ঘোষণা করেন। যদিও সাজা প্রাপ্ত দুই জন অপরাধীই নিজেদের নিরপরাধী বলে দাবি করেছেন |
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct