আপনজন ডেস্ক: অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল ২০১৯ সালের ৩১ আগস্ট প্রকাশিত জাতীয় নাগরিক রেজিস্টারকে (এনআরসি) 'চূড়ান্ত এনআরসি' হিসাবে স্বীকৃতি দিল। করিমগঞ্জ জেলার ফরেনার্স ট্রাইব্যুনাল একজন ব্যক্তিকে ভারতীয় নাগরিক হিসাবে ঘোষণা করা হয়েছে এনআরসি তালিকায় নাম থাকার সুবাদে।
তবে ভারতের রেজিস্ট্রার জেনারেল (আরজিআই) এখনও অসমের এনআরসিকে আইনি নথিতে পরিণত করার জন্য বিজ্ঞপ্তি জারি করেনি।
জানা গেছে, ফরেনার্স ট্রাইব্যুনাল (এফটি) করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার অধীনে জামিরালা গ্রামের বিক্রম সিংহের বিরুদ্ধে একটি মামলার শুনানি করছিল। ২০০৮ সালে বর্ডার পুলিশ তাকে সন্দেহজনক ভোটার বা 'ডি' ভোটার উল্লেখ করে মামলা করেছিল। পরে সেই মামলা ২০১৭ সালের ৮ সেপ্টেম্বর ফরেনার্স ট্রাইব্যুনালে স্থানান্তরিত করা হয়।
যদিও ওই ব্যক্তিকে 'ডি-ভোটার' হিসেবে চিহ্নিত করা হয়েছিল, কিন্তু তাকে ২৮ জুন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এবং দুই মাস পরে ট্রাইব্যুনালে হাজির হন। কাজ করার সুবাদে তিনি বেঙ্গালুরু থেকে ফিরে আসার জন্য সময় চেয়েছিলেন।
বিক্রম সিংহ করিমগঞ্জের ফরেনার্স ট্রাইব্যুনালের
সামনে তার দাদুর নামে ১৯৬৮ সালের জমির দলিল, ১৯৭০ সালের ভোটার তালিকার লিস্ট এবং তার বাবা ভরত চন্দ্র সিংহের ১৯৭২ সাল থেকে ২৯ বছর ধরে ভারতীয় বিমান বাহিনীর কর্মচারী থাকার প্রমাণ সহ বেশ কয়েকটি নথি জমা দিয়েছিলেন। কিন্তু দেশ অবধি এনআরসি তালিকায় নাম থাকায় ফরেনার্স ট্রাইব্যুনাল তাকে ভারতীয় বলে ঘোষণা করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct