আপনজন ডেস্ক: কয়লা কেলেঙ্কারি মামলায় দিল্লি হাইকোর্ট অন্তর্বর্তীকালীন রেহাই দিল না অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। এই মামলায় কেন্দ্রেীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি সমন জারি করে দিল্লিতে হাজিরা দিতে বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সেই সমনের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে মামলা করেছিলেন।কিন্তু দিল্লি হাইকোর্টে তাদের সেই আর্জি খারিজ করে দিয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থ সিবিআইয়ের এফআইআর-এর উপর ভিত্তি করে ইডি সমন পাঠায়। ২০২০ সালের নভেম্বর মাসে কুনুস্তোরিয়া এবং রাজ্যের কাজোরা অঞ্চলের ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড খনিতে গণকয়লা চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার জেরে অভিষেক ও রুজিরাকে ইডি তলব করে সমন জারি করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct