দেবাশীষ পাল, মালদা: পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব আনা নিয়ে মালদায় ফের সামনে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার ইংরেজবাজারের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানকে অপসারণের জন্য বিজেপির হাত ধরার অভিযোগ উঠল ওই পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের বিরুদ্ধে। তাতে মদত দেওয়ার অভিযোগ উঠল জেলাস্তরের এক নেতার বিরুদ্ধে। ২০ সেপ্টেম্বর অনাস্থা প্রমাণের দিন ধার্য হলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে।
সংখ্যাগরিষ্ঠতা না হওয়ায় তৃণমূলের দুই সদস্য বিজেপির সঙ্গে হাত মেলায় বলে অভিযোগ। আর এতে জেলাস্তরের এক নেতার মদত রয়েছে বলে অভিযোগ ওঠে। ওই এলাকাটি মানিকচক বিধিনসভার অধীনে রয়েছে। বিজেপির সঙ্গে হাত মেলানোর ঘটনা প্রসঙ্গে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, বিজেপির সঙ্গে তৃণমূলের দুই সদস্যের হাত মেলানোর ঘটনা জানতে পেরেই ওই দুই সদস্যের দলীয় সদস্যপদ খারিজ করেন জেলার তৃণমূল সভাপতি রহিম বক্সি। সে কারণে ২০ সেপ্টেম্বর সোমবার অনাস্থা প্রমাণের দিন থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। দলবিরোধী কাজ করলে কেউ রেহাই পাবেন না বলে জানান তিনি।
গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে অনাস্থা আনতে বিজেপির সঙ্গে হাত মেলানোর ঘটনা জেলায় বারবার ঘটতে থাকায় দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব ফের সামনে চলে এল। এমন ঘটনায় যথেষ্ট বিব্রত জেলা তৃণমূল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct