নিজস্ব প্রতিবেদক, কলকাতা: রোজগার প্রদানে ব্যর্থ মমতা সরকারের কড়া সমালোচনা করল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া । এদিনের সাংবাদিক সম্মেলনে পার্টির পক্ষ থেকে অভিযোগ আনা হয় যে, রোজগার প্রদানে রাজ্য সরকারের ব্যর্থতার কারণেই রাজ্যের পরিযায়ী শ্রমিকেরা রাজ্যের সীমানা পেরিয়ে ভিনরাজ্যে অমানবিক পরিস্থিতির মধ্যেই কাজ করে বাঁচার চেষ্টা করছে । পার্টির পক্ষ থেকে আরও অভিযোগ তোলা হয় যে, পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে এরাজ্যের সরকার বা কাজের উদ্দেশ্যে শ্রমিকরা যে সমস্ত রাজ্যগুলিতে পাড়ি জমায় সেই রাজ্যগুলির কেউই রাজ্য বা কেন্দ্র সরকারের থেকে এদের সঠিক তথ্যানুসন্ধান করবার চেষ্টা চালায়নি । পরিযায়ী শ্রমিকদের কর্মক্ষেত্রের পরিস্থিতি উন্নয়নেও সরকারের পক্ষ থেকে কোনওরূপ কল্যাণকামী পদক্ষেপ গ্রহণ করা হয়নি । তাই, ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে মমতা সরকারের কাছে দাবী তোলা হয় যে, রাজ্যের শ্রমিকদের কল্যাণ সুনিশ্চিত করতে সরকার যেন অবিলম্বে সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করে ।
ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া-র পক্ষ থেকে জানানো হয় যে, প্রচুর বৃষ্টিপাতের কারণে ও রাজ্যের বাঁধগুলি থেকে যথেচ্ছ পরিমাণে জল ছাড়ার কারণে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলী, হাওড়া, দক্ষিণ ২৪পরগনা এবং বীরভূম জেলার মানুষের জীবন ও সম্পদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া এ রাজ্যের বাসন্তীতে রফিকুল ইসলাম নামের ব্যক্তিটির ভয়াবহ গণপিটুনিতে হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ জানায় । পার্টি উল্লেখ করে যে, সারা ভারতে সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি ও নিয়মিত একই কায়দায় সংখ্যালঘুদের উপর ঘৃণাজনিত অপরাধ সংগঠিত হওয়ায় কেন্দ্রেরও সমালোচনা করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct