নরসিংহ দাস: প্লাস্টিক- এই শব্দটি বর্তমানে চিরপরিচিত একটি দূষিত পদার্থের নাম। অথচ কয়েক দশক আগে পর্যন্ত এই পদার্থের তেমন পরিচয় বা ব্যবহার ছিল না বললেই চলে। শব্দটি গ্রীক শব্দ “প্লাস্টিকোস” থেকে এসেছে, যার অর্থ- স্বচ্ছন্দে আকার দেওয়া যায় এমন কিছু। কিন্তু, সেই আকার যে পরিবেশের রূপ বদলে দিতে পারে, তা হয়তো জানা ছিল না। প্লাস্টিকের রসায়ন জটিল হলেও, বুনিয়াদি সহজতর। প্লাস্টিকের একসঙ্গে লিঙ্ক অনু সহজভাবেই চেইন তৈরি করে। এই চেইন হলো পলিমার। তাই বহুল প্লাস্টিক ‘পলি’ দিয়ে শুরু হয়। যেমন- পলিথিলিন, পলিস্টাইরিন প্রভৃতি।
এই প্লাস্টিক প্রকৃতি থেকেই পাওয়া যায়। প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা এমনকি উদ্ভিদ থেকেও পাওয়া যায়। রাবার গাছ থেকে প্রাপ্ত রাবার আসলে প্লাস্টিক। খনিজসম্পদ থেকে প্রাপ্ত রাসায়নিক উপাদানের সংযোগে বর্তমানের এই প্লাস্টিক ব্যাগ। তিন ধরনের মৌলিক পলিমার-পলিইথিলিনের মধ্যে একটি দিয়ে তৈরি হয় এই প্লাস্টিক ব্যাগ। এই পলিমারগুলি হল- হাই ডেনসিটি পলিইথিলিন (এইচ ডি পি ই), লো ডেনসিটি পলিইথিলিন (এল ডি পি ই) এবং লিনিয়ার লো ডেনসিটি পলিইথিলিন ( এল এল ডি পি ই)। এদের মধ্যে পার্থক্য হল পলিমার শৃঙ্খল বাঁধনের বিভিন্ন মান। সাধারণত মুদি, ফল ও সব্জি দোকান গুলিতে এইচ ডি পি ই ধরনের প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয়। যার বাঁধনগুলি সোজাসুজি থাকে।
শিল্প বিপ্লবের পর, বিশেষত পেট্রো-রসায়ন শিল্পের বিকাশের পর পরিবেশ যারপরনাই ভাবে দূষিত হয়ে চলেছে। প্রথম দিকে হালকা, শৌখিন ও ক্রয়মূল্য কম হওয়ার কারনে প্লাস্টিক ব্যবহার শুরু করা হয়েছে। কিন্তু, বর্তমানে সকল ক্ষেত্রেই এর ব্যবহার দেখা যায়। যেহেতু রাসায়নিক পদার্থ সমৃদ্ধ তাই জল, মাটি, বায়ু সব দূষণের সঙ্গে যুক্ত।
আমরা তো জেনেই গেছি এই পদার্থের কুপ্রভাব সম্বন্ধে। তার জন্যই পাঠ্যপুস্তক থেকে শুরু করে বিভিন্ন জনসচেতনতা মূলক প্রচারের মাধ্যমে এই বস্তুটির ব্যবহার নিষিদ্ধ করছি কঠোর ভাবেই। কিন্তু, এই প্লাস্টিক উৎপাদনের ব্যাপারে আমরা উদাসীন। প্রশ্ন হল- ব্যবহার আগে না উৎপাদন আগে?
জাতীয় ও আন্তর্জাতিক স্তরে, বিশেষ করে অতি মাত্রায় ক্ষতিকারক প্লাস্টিকের উৎপাদনের উপর যতদিন না পদক্ষেপ গ্রহণ করা হবে, ততদিন কিন্তু এর ব্যবহার চলতেই থাকবে। আমরা মানি আর নাই মানি, আগে প্লাস্টিক উৎপাদন বন্ধ করা হোক এবং এই বিষয়ে জনসচেতনতা গড়ে তোলা জরুরি।
লেখক, শিক্ষক, এলাহিয়া হাই মাদ্রাসা (উঃ মাঃ), পশ্চিম মেদিনীপুর
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct