মঞ্জুর মোল্লা, নদিয়া: করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ইতিমধ্যে আবার নতুন করে আতঙ্কর সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও কড়া পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে জানা যায়। ইতিমধ্যে রাস্তার পথচলতি অসচেতন মানুষদের সচেতন করতে পুলিশি অভিযান করতে দেখা গেছে জেলার বিভিন্ন প্রান্তে। একইভাবে নদীয়া জেলার পুলিশের পক্ষ থেকেও কড়া পদক্ষেপ নিতে দেখা গেল। সোমবার সকাল ১০ টা থেকে শান্তিপুরের রাজপথে শুরু হয় পুলিশি অভিযান, রাস্তায় পথচলতি অসচেতন মানুষদের সচেতন করতে রাস্তায় নামে শান্তিপুর থানার পুলিশ। যারা মুখে মাস্ক ছাড়াই রাস্তায় বের হচ্ছে তাদেরকে পড়তে হচ্ছে পুলিশি প্রশ্নের মুখে। টানা দু ঘন্টা ধরে চলে এই পুলিশি অভিযান, পুলিশ সূত্রে জানা যায় রানাঘাট জেলা পুলিশের নির্দেশেই এই অভিযান। যদিও অসচেতন মানুষদের সচেতন করতে আগামী দিনে আরো করা পদক্ষেপ গ্রহণ করবে শান্তিপুর থানার পুলিশ।
সাধারণ মানুষ যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাক্স পড়ে চলাফেরা করুক সবার কাছে আহ্বান জানান পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct