আপনজন ডেস্ক: রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে জিতে গেল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া।৪৯ শতাংশ ভোট পেয়ে শীর্ষ স্থানে রয়েছে পুতিনের দল। ২০১৬ সালের নির্বাচনে তারা ৫৪ শতাংশেরও বেশি ভোট পেয়েছিল।
যদিও বিরোধী দল কমিউনিস্ট পার্টি ভোটে কারচুপির অভিযোগ এনেছে। । ইউনাইটেড রাশিয়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি। তাদের প্রাপ্ত ভোট প্রায় ২২ শতাংশ। প্রাপ্ত ভোটের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে এলডিপিআর পার্টি। তাদের প্রাপ্ত ভোট প্রায় ৯ শতাংশ। প্রায় ৬৪ শতাংশ ভোট গণনা করা হয়েছে। গণনাকৃত ভোটের মধ্যে ইউনাইটেড রাশিয়া ৪৮ শতাংশের বেশি ভোট পেয়েছে। কমিউনিস্ট পার্টি পেয়েছে প্রায় ২১ শতাংশ ভোট।
নির্বাচনে জয় উপলক্ষে ইউনাইটেড রাশিয়া পার্টি তাদের সদর দপ্তরে বিজয় সমাবেশ করেছে। এই সমাবেশ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রচার করা হয়। সমাবেশে মস্কোর মেয়র সের্গেই সোবইয়ানিন অংশ নেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। সমাবেশে মস্কোর মেয়রকে ‘পুতিন, পুতিন, পুতিন’ বলে চিৎকার করতে দেখা যায়।
ভোটের পূর্ণাঙ্গ ফল এখনো পাওয়া যায়নি। তবে প্রাপ্ত আংশিক ফলাফল অনুযায়ী, এবারের সংসদ নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া ভালো করতে পারেনি। ২০১৬ সালে অনুষ্ঠিত সবশেষ সংসদ নির্বাচনে ইউনাইটেড রাশিয়া ৫৪ শতাংশের বেশি ভোট পেয়েছিল। সে হিসাবে এবার ক্ষমতাসীন দলটির ভোটপ্রাপ্তির হার আগেরবারের তুলনায় বেশ কম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct