জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: ঝালদা থানার পাহাড় ঘেঁষা গ্রাম জিলিং সেরেং। একসময় মাওবাদী করিডোর নামে পরিচিত ছিল। বর্তমানে আর মাওবাদীর উপদ্রব নেই বললেই চলে। কিন্তু জিলিং সেরেং গ্রামের গ্রামবাসীদের সুদিন আসেনি আজও । বহুদিন ধরে যাতায়াতের যোগ্য রাস্তাঘাট ছিল না। তবে বর্তমানে গ্রামের মাথা পর্যন্ত হলেও কিছুটা রাস্তা রাস্তার নির্মাণ কাজ হয়েছে। কিন্তু সমস্যা রয়েছে পানীয় জল, শিক্ষা ও স্বাস্থ্যের দাবী স্থানীয়দের।
গ্রামে সবেধন নীলমণি একটি নলকূপ আছে। কয়েক বালতি জল নিলে তার জল শেষ হয়ে যায়। তখন খেটে খাওয়া মানুষ গুলোর পানীয় জলের ভরসা কয়েক কিলোমিটার দূরের ঝর্ণা। বয়স্ক গ্রামবাসী মাতাল পাহাড়িয়া দুঃখ করে জানালেন “বয়স হয়েছে। হাঁটতে পারি না। চোখেও কম দেখি। অথচ চান করার কাছেপিঠে কোন ব্যবস্থা নেই।” জিতেন পাহাড়িয়া সাহেব পাহাড়িয়া রেংটা পাহাড়িয়া কলেবর পাহাড়িয়ার একই বক্তব্য। তারা আরো জানান সব স্কুলে মিড ডে মিলের শুকনো খাবার স্কুলে দেওয়া হয়। অথচ তাদের স্কুল গ্রামে হলেও শুকনো খাবার নেওয়ার জন্য কয়েক কিলোমিটার দূরে বুড়দা গ্রামে যেতে হয়। ঝালদা থানার অগ্রদূত নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা কয়েকদিন ধরে গ্রামবাসীদের অভাব-অভিযোগের কথা শুনে। সে কথাই জানায় পুরুলিয়া দরদী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে। রবিবারে কলকাতার বিশিষ্ট স্বেচ্ছাসেবী মনিকা সেনগুপ্তের আর্থিক সহায়তায় পরিবার পিছু একটি করে মশারী তুলে দেয় অগ্রদূত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
গ্রামের চৈতন পাহাড়িয়া, কুইলা পাহাড়িয়া জানায়, বন থেকে কাঠ এনে বুড়দা বাজারে বিক্রি করে দিন গুজরান করে তারা। দুদিনের চেষ্টায় ১৫০ বা ১৬০ টাকার বেশি হয় না। এরকম আর্থিক অনটনে ছেলেমেয়েদের বই-খাতা-কলম কিনে দেওয়ার সামর্থ্য থাকে না তাদের। তাই অগ্রদূত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গ্রামের সমস্ত পড়ুয়াদের হাতে খাতা কলম তুলে দেয়।
অগ্রদূত স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অরূপ কুমার গোপ মন্ডল জানান গ্রামবাসীদের অবস্থা সত্যি সংকটজনক। করোণাকালে তা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। গ্রামবাসীদের সমস্যা অনেক। একসময়ের মাওবাদী অধ্যুষিত এই অঞ্চলটির উপর প্রশাসনের সুনজর পড়া দরকার। তাদের হাতে অগ্রদূতের মাধ্যমে যা তুলে দেয়া হয়েছে তা যথেষ্ট নয় অতি সামান্য। রবিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূর্গাপ্রসাদ সিং মুড়া, লক্ষীকান্ত গরাই, নরোত্তম কুমার, বিনোদ মাহাতো, অচিন্ত্য কুমার ও আরো অনেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct