আমের সংরক্ষণ কেন্দ্র গড়া হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কৃষি খামারে। সেখানে প্রায় ১০০ প্রজাতির আম গাছ সংরক্ষণ করা হবে। দুই পর্যায়ে ৭ বিঘা জমিতে গড়ে তোলা হচ্ছে এই আম সংরক্ষণ কেন্দ্র। তিন বছর আগে এই প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই ৬০টি বিভিন্ন প্রজাতির আমের চারা বসানো হয়েছে। আরও ৩০টির বেশি প্রজাতির আমের চারা বসানোর প্রক্রিয়া চলছে। চাষিদের স্বার্থের কথা ভেবেই এই কেন্দ্র গড়ার প্রক্রিয়া শুরু হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ক্রপ রিসার্চ অ্যান্ড সিড মাল্টিপ্লিকেশন ফার্ম-এর অধিকর্তা জয়প্রকাশ কেশরী বলেন, “দেশ-বিদেশের বিভিন্ন প্রজাতির আমের জার্মপ্লাজম কনজারভেটরি গড়ার প্রক্রিয়া চলছে এখানে।”
বর্ধমান বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এর আগে ধান বীজ উৎপাদনে সাফল্য পেয়েছে এই কৃষি খামার। পাশাপাশি, আলু বীজ উৎপাদনও করছে তারা। এবার আমের জার্মপ্লাজম কনজারভেটরির মাধ্যমে চাষিদের সহায়তা করতে চাইছে তারা।এইসব উন্নত ও সুস্বাদু আমের চারা তৈরিও করা হবে ভবিষ্যতে। যা চাষিদের দেওয়া হবে। ফলে এই জেলাতেও উন্নত প্রজাতির আম চাষ করে উপকৃত হবেন আমচাষিরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানাগেছে, ইতিমধ্যে কোহিতুর, চৌসা, আলফানসো, থাইল্যান্ডের পালমা, ব্ল্যাক ম্যাঙ্গো, ব্লু ম্যাঙ্গোর চারা বসানো হয়েছে।
সূত্র: পুবের কলম
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct