আপনজন ডেস্ক: অবশেষে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন দলিত শিখ চরণজিৎ সিং চান্নি। বিধানসভা ভোটের মাসকয়েক আগে এই প্রথম পাঞ্জাব কোনও দলিত মুখ্যমন্ত্রী পেল। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং পদত্যাগ করায় যে শূন্যতার সৃষ্টি হয়েছিল পাঞ্জবে কংগ্রেস দলিত মুখ্যমন্ত্রী করে তা ধামাচাপা দিল বলে মনে করা হচ্ছে।
৫৮ বছর বয়সি চরণজিৎ সিং চান্নি রূপগরের চামকাউর সাহিব থেকে তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছেন। সোমবার বেলা ১১টায় তার শপথগ্রহণ করারর কথা।
তবে, সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পাঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত হরিশ রাওয়াত জানিয়েছেন, মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে সুখজিন্দর সিং রানধাওয়াকে উপ মুখ্যমন্ত্রী করা হচ্ছে। তিনি জাঠ সম্প্রদায়ের। এছাড়া এগিয়ে রয়েছেন হিন্দু এমএলএ ব্রহ্ম সিং মাহিন্দ্রা, বিজয় ইন্দর সিং্গলা অথবা ভরত ভূষণ আষু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct