সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: বাঁকুড়ার জয়পুর ব্লকের -সিধরপুর, বারাসত, ভোগমানপুর, জামডিগ্রী এই চিরটি গ্রামের সদর জয়পুর যাওয়ার একমাত্র রাস্তায় খালের ওপর একটি ব্রিজের দুই পাশ বৃষ্টির জলের তোরে ভেসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় ২০ বছর আগে তৈরি হয়েছিল এই সেতু। তারপর থেকেই কোনরকম রক্ষণাবেক্ষণ করা হয়নি বলে দাবি করেছেন এলাকাবাসীরা। চার বছর আগে ভগ্নপ্রায় সেতুটি এলাকার মানুষ নিজেরাই হাত লাগিয়ে বালির বস্তা দিয়ে কিছুটা হলেও মেরামতি চেষ্টা করে। তবে এই দু-দিনের একের পর এক বৃষ্টির জলে ভেসে যায় ব্রিজের সংযোগস্থল দুই দিকের রাস্তা। বর্তমানে এটি ঝুলন্ত ব্রিজ হয়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রামবাসীদের। নিত্যপ্রয়োজনীয় বাজার হাট, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের পড়াশোনা, এমনকী কোন মানুষ অসুস্থ হয়ে পড়লে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া সবটাই তাদের কপালে ভাঁজ ফেলেছে।
এলাকার মানুষের দাবি, বারেবারে প্রশাসনকে জানিয়েও কোন সদুত্তর পাওয়া যায়নি। একটা রাস্তা আছে দু’কিলোমিটার ঘুরে যা যোগাযোগের অযোগ্য। তার ওপর থেকে কোনরকম ভাবে যাতায়াত করা যায় না। বিশেষ করে গ্রামের কোন মানুষ অসুস্থ হয়ে পড়লে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া যাবে না। তাদের দাবি নূতন করে এই সেতু নির্মাণ করা হোক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct