আপনজন ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রায় সাড়ে পাঁচ হাজার আন্দোলনকারীরর বিরুদ্ধে মামলা করেছিল তামিলনাডুর বিগত ডিএমকে বিজেপি জোট সরকার। পালাবদলের পর বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্তালিনের নির্দেশে তাদের বিরুদ্ধে সব মামলা তুলে নিল তামিলনাডু সরকার। সবমিলিয়ে মোট ৫ হাজার ৫৭০ টি মামলা প্রত্যাহার করা হয়েছে। তাতে বেশ কিছু সংবাদমাধ্যমেরও নাম ছিল। সেই মামলাগুলোও প্রত্যাহার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী স্তালিন বিধানসভায় জানান, সিএএ আন্দোলনকারীদের উপর থেকে মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। বিক্ষোভকারীদের ওপর এবং সংবাদমাধ্যমের ওপর যে মামলাগুলো করা হয়েছে, সেগুলো প্রত্যাহার করা হবে।
এরপর ৪ সেপ্টেম্বর তামিলনাড়ুর স্বরাষ্ট্রসচিব এস কে প্রভাকর একটি বিবৃতিতে জানিয়েছিলেন, সেখানকার পুলিশের ডিজি যে যে মামলাগুলো প্রত্যাহার করা হবে, তার যাবতীয় তথ্যসহ তালিকা তৈরি করেছেন। এর মধ্যে ২৬ টি মামলা রয়েছে সংবাদমাধ্যমের বিরুদ্ধে। কৃষি আইনের বিরোধিতা করায় মামলা রয়েছে মোট ২ হাজার ৮৩১ টি। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের কারণে মামলা রয়েছে ২ হাজার ২৮২ টি।
সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন, যেসব ক্ষেত্রে এখনও তদন্ত চলছে কিংবা এখনও চার্জশিট তৈরি করা হয়নি, সেগুলো নিয়েও আর নাড়াচাড়া করা হবে না। আর যে মামলাগুলো আদালতে বিচারাধীন, সেগুলোর ক্ষেত্রে সরকার পক্ষের সংশ্লিষ্ট আইনজীবীদের নির্দেশ দেওয়া হবে মামলাটি প্রত্যাহার করে নেওয়ার আবেদন আদালতে জমা দেওয়ার জন্য। নাগরিকত্ব সংশোধনী আইন, জাতীয় নাগরিকপঞ্জি এবং তারপর তিনটি কৃষি আইন – প্রতিটি ইস্যুতে সারা ভারতজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। বাদ ছিল না তামিলনাড়ুও।
আইন শৃঙ্খলা পরিস্থিতির বাইরে চলে যাওয়ার জোগাড় হয়েছিল। পরিস্থিতি যাতে নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে শুরু হয়েছিল পুলিশি অভিযান। সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছিল। এবার সেই সব মামলা প্রত্যাহার করে নিচ্ছে তামিলনাড়ু সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct