আপনজন ডেস্ক: দায়িত্বের ভার চেপে ধরেছে তাঁকে। এ কারণেই নাকি টি–টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের এ সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন বিরাট কোহলি। ৩২ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান গতকাল টি–টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর বিসিসিআই থেকে এমন একটি ব্যাখ্যাই এসেছে। কিন্তু আজ বিসিসিআইয়ের সাবেক এক কর্মকর্তা প্রশ্ন তুলেছেন—তাহলে কি আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্বও ছাড়বেন কোহলি?
ভারতের টেস্ট ও ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়ে যাবেন বলে নিজের বিবৃতিতে জানিয়েছেন কোহলি। আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিয়ে সেখানে কোনো কথা বলেননি তিনি। কিন্তু বিসিসিআইয়ের সাবেক ওই কর্মকর্তার কথা—ভারতের প্রিমিয়ার লিগের দায়িত্বের ভার আর চাপ তো কোনো আন্তর্জাতিক ইভেন্টের চেয়ে কম নয়!
নাম প্রকাশ না করে বিসিসিআইয়ের প্রাক্তন ওই কর্মকর্তাকে উদ্ধৃত করে ভারতের সংবাদ সংস্থা আইএএনএস লিখেছে, ‘বিরাটের কাছ থেকে আসা এই ঘোষণা কেমন বলুন তো? আপনারা কেউ কি এটা বুঝতে পারছেন? দায়িত্বের ভার ও চাপের সমস্যার কি সমাধান হয়ে গেছে?’
আন্তর্জাতিক টি–টোয়েন্টি আর আইপিএলে খেলার চাপের পরিমাণ বোঝাতে গিয়ে ওই কর্মকর্তা বলেছেন, ‘আমি কোথাও পড়েছি যে মহামারি শুরু হওয়ার পর ২০২০ সালের ডিসেম্বর থেকে ভারত মাত্র ৮টি টি–টোয়েন্টি খেলেছে। আইপিএলে নিশ্চয়ই এর চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছে সে।’
এরপর আন্তর্জাতিক ম্যাচ আর আইপিএলে অধিনায়কত্ব করার চাপ নিয়ে তিনি বলেন, ‘আইপিএলে অধিনায়কত্ব করাটা অত সহজ নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct