নিজস্ব প্রতিবেদক, কলকাতা: বিগত ছয় মাস ধরে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের দু’টি প্যারালাল কমিটির পৃথক পৃথক কর্মসূচি দেখা যাচ্ছিল। যেটা রাজ্যের মাদ্রাসা শিক্ষানুরাগী ও সংখ্যালঘু মহলে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা হিসেবে অস্বস্তির বিষয় হয়ে দাঁড়ায়। এই অবস্থায় দুটি গোষ্ঠীর মধ্যে পরস্পর বিবাদ লেগেই চলেছিল। এই অবস্থার অবসান অবশেষে মাদ্রাসা ছাত্র ইউনিয়নের ও আলিয়ার প্রাক্তন নেতৃত্বেরা ময়দানে নামে। মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সম্পাদক মাওলানা মোজাফ্ফার হোসেনের পৌরহিত্যে, তপসিয়ার মনু মেমোরিয়াল হাই মাদ্রাসার সভাঘরে প্রাক্তনীরা দুটি গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার দূই কমিটিই ভেঙে দিয়ে আগামী ১০ অক্টোবর পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা করা করা হয়। দুটি কমিটির নেতৃত্বদের সতর্ক করে দেওয়া হয়। প্রাক্তনীদের অনুমোদনে যে কমিটি গঠন হবে সেটাই হবে বৈধ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন।
আরও ঘোষণা করা হয় যে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইউনিয়নের সদস্য পদ গ্রহণ কর্মসূচি চলবে। আরবি, ইসলামি থিওলজি এবং ইসলামিক স্টাজিজ বিষয়ে স্নাতক থেকে স্নাতকোত্তর পর্যন্ত পাঠরত ছাত্ররা নির্ধারিত আবেদন পত্র সহ ১০০ টাকা সদস্য চাঁদা আদায় করে আবেদন করতে পারবে। সদস্য বাছাই ও গ্রহণের জন্য মোজাফফার হোসেনকে চেয়ারম্যান করে তিন সদস্যের কমিটি তৈরি হয়েছে। অপর দুই সদস্য হলেন মাওলানা আতিয়ার রহমান ও মাওলানা মশিহুর রহমান। ৩০ তারিখ পর্যন্ত পাওয়া আবেদনের বৈধতা জাচাই করার পর বৈধ বিবেচিত হলে সদস্য হিসেবে নাম নথিভুক্ত করা হবে।
এই সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে মাদ্রাসা ছাত্র ইউনিয়নকে সুসংগঠিত এবং সুশৃঙ্খল রাখতে উপযুক্ত নীতিমালা তৈরি করা হবে। এই উদ্দেশ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মাওলানা সেখ গোলাম মঈন উদ্দিন, মাওলানা ড. ফজলুর রহমান ।
এদিনের সভায় উপস্থিত ছিলেন মাওলানা মোজাফ্ফার হোসেন, মুহাম্মদ কামরুজ্জামান, মাওলানা আব্দুল ওহাব, মাওলানা আবুল কালাম, মাওলানা সিয়ামত আলি, মাওলানা আতিয়ার রহমান, মাওলানা মশিহুর রহমান, মাওলানা আব্দুর রউফ, অধ্যাপক জাহান আলি পুরকাইত, মাওলানা শিক্ষক আবু সিদ্দিক খান, মাওলানা আহসানুল বারী, মাওলানা আব্দুল কাহহার পাইক, মাওলানা শাহে আলম কয়াল, সাজিদুর রহমান, সাহেব আলি সেখ, মাসুদুর রহমান, শারুখ মোল্লা, খলিলুর রহমান পিয়াদা, শামসুল আলম, আবু সালমান পিয়াদা, আহসানুল্লাহ মিদ্যে প্রমুখ ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct