সেখ মহম্মদ ইমরান, মেদিনীপুর: এবার অপসারণ করা হল বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে মেদিনীপুর বিদ্যাসাগর কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ থেকে। বৃহস্পতিবার ব্যাঙ্কের ১৪জন সদস্য শুভেন্দু অধিকারীকে চেয়ারম্যান পদ থেকে সরানোর পক্ষে সায় দেন। জানা গেছে, গত ৬ই সেপ্টেম্বর ব্যাংকের ৬জন সদস্য ব্যাংকের সচিবের কাছে চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন। সেই অনাস্থা প্রস্তাবে শুভেন্দু অধিকারী অনুপস্থিত থাকায় বৃহস্পতিবার বোর্ড অফ ডিরেক্টরদের সর্বসম্মতিক্রমে ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে শুভেন্দু অধিকারীকে অপসারণ করা হয়।
উল্লেখ্য, আপাতত ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার ঘোষ মেদিনীপুর বিদ্যাসাগর কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে অনুপস্থিত, ব্যাঙ্ক পরিচালনায় সমস্যা-এমন অভিযোগ থেকে এই চেয়ারম্যান পদ থেকে সরানো হয় বলে আধিকারিকরা জানিয়েছেন। তবে চেয়ারম্যান পদ চলে গেলেও, পরিচালক বোর্ডের সদস্য হিসাবে এখনো তার পদ থাকছে। নিয়ম অনুযায়ী উপস্থিতি না থাকলে, সেই পদটিও থাকবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct