আপনজন ডেস্ক: হিজাব পরিধানের জন্য কনস্টেবল পদে বাতিল আবেদনপত্র পুনর্বিবেচনার আর্জি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে দেখা করল জামাআতে ইসলামি হিন্দ ও এসআইওর যৌথ প্রতিনিধি দল। একটি স্মারকলিপি জমা দিয়ে সমস্ত আবেদনপত্র সংশোধন করার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। এছাড়াও হিজাব পরিধান করার জন্য কোনভাবেই ফর্ম বাতিল না করা হয়। সংগঠনের পক্ষ থেকে সুজাউদ্দিন আহমেদ বলেন, যে কোন চাকুরির জন্য ইউনিফর্ম চাকুরি পাওয়ার লাগু হওয়া উচিত নয়। ইমরান হোসেন দাবি করেন যে, হিজাব পরার জন্য আলাদা করে পরীক্ষার সেন্টারে মহিলা আধিকারিক দিয়ে শনাক্ত করা হোক। কিন্তু কোনভাবেই হিজাবের জন্য ফর্ম বাতিল করা যাবে না।
আরক্ষা ভবনের উপস্থিত প্রশাসনিক কর্তা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সুব্রত গঙ্গোপাধ্যায় স্মারকলিপিতে উল্লেখিত দাবিদাওয়া বিবেচনা করার কথা জানান। এই প্রতিনিধি দলের ছিলেন জামাআতের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুল আজিজ, সুজাউদ্দিন আহমেদ, এসআইও রাজ্য জনসংযোগ সম্পাদক ইমরান হোসেন ও আসিফ ইকবাল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct