আপনজন ডেস্ক: উত্তর কোরিয়া ট্রেন থেকে নিক্ষেপ করা যায় এমন মিসাইলের পরীক্ষা চালিয়েছে। গতকাল বুধবার এ পরীক্ষা চালানো হয়। দেশটির পূর্ব উপকূলের একটি লক্ষ্যবস্তুতে আঘাত করার আগে মিসাইলটি ৮০০ কিলোমিটার (৪৯৭ মাইল) পথ পাড়ি দেয়। কর্তৃপক্ষ বলছে, উত্তর কোরিয়াকে হুমকি দেবে এমন যেকোনো শক্তিকে পাল্টা আঘাত করতে মিসাইলটির নকশা করা হয়েছে।
দক্ষিণ কোরিয়া এবং জাপানি কর্তৃপক্ষ বলেছে, তারা উত্তর কোরিয়া থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। দেশটি ক্রুজ মিসাইল পরীক্ষা করার কয়েকদিন পরেই এ কথা জানানো হয়। এদিকে দক্ষিণ কোরিয়া সাবমেরিন থেকে উৎক্ষেপণ যোগ্য একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) পরীক্ষা করেছে। পরমাণু অস্ত্রবিহীন প্রথম দেশ হিসেবে এই ধরনের সিস্টেম তৈরি করল তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct