আপনজন ডেস্ক: এই মুহূর্তে বলিউডের হাল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহ। একই সঙ্গে তিনি জানতে চেয়েছেন এই ইন্ডাস্ট্রিতে কোনো মুসলিম অভিনেতা বৈষম্যের শিকার হচ্ছেন কি-না? যদিও নিজের বিষয়ে কিছু বলেননি। তবে তিনি মনে করেন, সবার অবদানই বলিউডের জন্য গুরুত্বপূর্ণ। বলিউডের বর্তমান পরিস্থিতির বিষয়ে নাসিরউদ্দিন শাহ বলেন, ' হিটলারের আমলের জার্মানিতে যে পরিস্থিতি ছিল, সেই একই পরিস্থিতি বর্তমানে বলিউডে রয়েছে। বলিউডে বর্তমানে সরকারপন্থী ছবি তৈরিতে বেশ উৎসাহ দেওয়া হচ্ছে। নাৎসি জার্মানিতে এই ধরনের ঘটনা ঘটত। তখন যারা বিশ্বমানের ফিল্ম নির্মাতা, তাদের নাৎসি প্রচারমূলক ছবি তৈরি করতে বলা হতো।
বর্তমানে ভারতে বড় বাজেটের যে ছবি আসছে তার সবই সরকারের পক্ষে কথা বলছে।' বলিউডে কখনও ধর্মীয় বৈষম্যের শিকার হয়েছিলেন কি-না এমন প্রশ্নে নাসিরউদ্দিন উল্টো জানতে চান, বর্তমানে এক বিশেষ ধর্মের (মুসলিম) অভিনেতারা কোনো প্রকারের বৈষম্যের শিকার হচ্ছেন কি-না। এ প্রসঙ্গে ৩ খানের কথা তুলে ধরেন তিনি। তবে নাসিরউদ্দিন মনে করেন, বলিউডে তথা ভারতীয় চলচ্চিত্রে সবার অবদানই গুরুত্বপূর্ণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct