মঞ্জুর মোল্লা, নদিয়া: হাফ প্যান্ট পরে পঞ্চায়েতে প্রবেশ নিষেধ এমন পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল নদিয়ায়। রামনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের গেটের বাইরে ঝোলানো রয়েছে নোটিশ। তাতে কম্পিউটারে লেখা আছে “হাফপ্যান্ট পড়ে প্রবেশ নিষেধ”। আর সাত সকালে এই নোটিশ দেখে কার্যত অবাক এলাকার বাসিন্দা সহ পঞ্চায়েতের কর্মীরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট মহকুমার রামনগর ২ গ্রাম পঞ্চায়েতের অফিসে।এই নোটিশ দেখে হকচকিয়ে যান সকলেই। পোশাকে কি যায় আসে এই প্রশ্নও ওঠে।উল্লেখ্য দুয়ারে সরকার প্রকল্প কে ঘিরে গত একমাস যাবত বহু মানুষের আনাগোনা পঞ্চায়েত চত্বরে। এই সময় পোশাকের প্রতি দৃষ্টি না দিয়ে অনেকেই অশালীন পোশাক পরে আসছেন বলে অভিযোগ।
বিশেষত হাফ প্যান্ট বা বারমুডা পরার আধিক্য বেড়েছে। যেগুলি বেশ দৃষ্টিকটু এবং অভদ্র পোশাক বলেই মনে হয়েছে কতৃপক্ষের। তাই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
যদিও বাসিন্দা এবং উপভোক্তাদের মতে,এই নিয়ম মোটেও ভালো নয়। কে কি পোশাক পরবেন তা তাদের ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া হাফ প্যান্ট মোটেও কোনো অশালীন পোশাক নয়। দৈনন্দিন কাজ করার সময় হাফ প্যান্ট পরে থাকেন তারা এমনকি ভিন রাজ্যে কাজে গেলেও সেই হাফ প্যান্ট সঙ্গী হয়। রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে পঞ্চায়েতের এই সিদ্ধান্তকে ঘিরে।বিরোধীদের দাবি তৃণমুল পরিচালিত পঞ্চায়েতে ওদের দলের কর্মীরাই এই ধরনের বিশ্রী পোশাক পরেন তাই এই নিয়ম।ফতোয়া জারি করেছে রামনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত। অভিযোগ পঞ্চায়েতে মহিলাদের পক্ষ থেকে প্রধানের কাছে অভিযোগ জানায় এই ধরনের পোশাক পড়ে যেন অফিসে না আসার অনুরোধ জানাই। সেই কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এমনটা সূত্রের খবর। পূর্ণিমা সরকার বললেন পঞ্চায়েতে হাফ প্যান্ট পড়ে আসা একদম উচিত নয় পঞ্চায়েত প্রধান যেটা করেছে একদম ঠিক করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct