অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: কুমারগঞ্জ ব্লক প্রশাসনের তরফে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনুমোদনপত্র তুলে দেওয়া হলো এক পড়ুয়ার হাতে। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পড়ুয়াদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রাথমিক অনুমোদন পত্র তুলে দেওয়া হয়। এদিনের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন কুমারগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ছেওয়াং তামাং সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন কুমারগঞ্জ ব্লকের সাফানগর এলাকার ফুলজেন বেশরা নামে হোটেল ম্যানেজমেন্ট কোর্স এ পাঠরত ঐ পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনুমোদনপত্র তুলে দেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। অন্যদিকে,স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনুমোদনপত্র পাওয়ায় স্বভাবতই খুশি ঐ পড়ুয়ারা।
এবিষয়ে কুমারগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ছেওয়াং তামাং জানান, আজকে আমাদের ব্লকের প্রথম ১ জন পড়ুয়াদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রভিশনাল অ্যাপ্রভাল লেটার তুলে দেওয়া হল।এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে করা হয়েছে। কুমারগঞ্জ ব্লক জুড়ে এই পর্যন্ত প্রায় ৩০ জন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছে। এর মধ্যে কিছুটা আমরা অনলাইনে পেয়েছি এবং কিছুটা দুয়ারে সরকার ক্যাম্প এর মাধ্যমে আবেদন করেছে। পরবর্তীতে বাকিদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অনুমোদনপত্র তুলে দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct