মোবাইল ফোনের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি) নম্বর পরিবর্তন করে, এবং তা বেশি দামে বাইরে বিক্রি করার পরিকল্পনা করেছিল একটি সংঘবদ্ধ চক্র। যদিও সম্প্রতি সেই চক্রকে হাতেনাতে ধরে ফেলেছে বাংলাদেশের এলিট রাপিড অ্যাকসন ব্যাটেলিয়ান। জানা গিয়েছে সেই সব মোবাইল বেশির ভাগই অপরাধীদের হাতে যেত। আর একটি বিষয় সবাইকে চমকে দিয়েছে, সেটি হল ওই চক্র মাত্র ৫ মিনিটের মধ্যে নাকি মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে দিতে সক্ষম। ক'দিন আগে বাংলাদেশের গুলিস্তান পাতাল মোবাইল মার্কেট এবং গুলিস্তানের মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম মার্কেটে অভিযান পরিচালনা করে আইএমইআই নম্বর পরিবর্তন করা মাসুদ লাকুরিয়া (১৮) নামে এক যুবককে আটক করে রাব। সেই যুবক জানিয়েছে, একদল সংঘবদ্ধ অসাধু চক্র দীর্ঘদিন ধরে চোরাই ও ছিনতাই করা বিভিন্ন মডেলের মোবাইলফোনের মাত্র ৫ মিনিটের মধ্যে আইএমইআই নম্বর পরিবর্তন করে তা বাইরে বিক্রির পরিকল্পনা করেছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct