আপনজন ডেস্ক: ব্রিটেনের রাজধানী লন্ডনের মেয়র হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন সাদিক খান। এবার আরও এক মুসলিম ব্রিটিশ প্রশাসনে জায়গা করে নিলেন। ব্রিটেনের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল শুরু হয়েছে। নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন নাদিম জাহাভি। তিনি আগে বাণিজ্য ও টিকামন্ত্রী ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ মন্ত্রিসভায় বেশ কয়েকটি পদে রদবদল আনা হয়েছে। সেই ধারাবাহিকতায় সরিয়ে দেওয়া শিক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসনকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নাদিম জাহাভি।
ব্রিটিশ কলেজ অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ডেভিড হিউজেস বলেছেন, মহামারিতে শিক্ষা বিভাগকে নেতৃত্ব দেওয়া গেভিন উইলিয়ামসনের জন্য একটি অস্থির যাত্রা ছিল।
জাহাভির সঙ্গে আগেও শিক্ষানবিশ এবং বিশেষ শিক্ষাগত চাহিদা ও অক্ষমতা নিয়ে কাজ করেছেন জানিয়ে তিনি বলেন, আমি আশা করি যে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন কলেজগুলো চালিয়ে যাবেন। পাশাপাশি মহামারি থেকে পুনরুদ্ধারে নিজেদের ভূমিকা এবং এজেন্ডার বাস্তবায়ন করবে।
এছাড়া, ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন লিজ ট্রাস। এই দায়িত্ব পাওয়ার আগে নারী ও সমঅধিকার মন্ত্রী ছিলেন এবং আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন। বিবিসি
বুধবার ব্রিটিশ মন্ত্রিসভায় বেশ কয়েকটি পদে রদবদল আনা হয়েছে। সেই ধারাবাহিকতায় সরিয়ে দেওয়া পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব’কে। তার স্থলাভিষিক্ত হয়েছেন লিজ ট্রাস।
একজন প্রাক্তন বাণিজ্যমন্ত্রী হিসেবে তিনি আন্তর্জাতিক কূটনৈতিক সার্কিটের একজন পরিচিত ব্যক্তিত্ব। বহুল আলোচিত ব্রেক্সিটের পরে প্রতিস্থাপন করতে হবে এমন বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা করেছেন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া দ্বিতীয় নারী তিনি। এর আগে প্রথম নারী হিসেবে এই পদে নিযুক্ত হয়ে ইতিহাস গড়েছিলেন মার্গারেট বেকেট।
তিনি ডাউনিং স্ট্রিটে পৌঁছানোর আগেই ডমিনিক রাব অফিস থেকে চলে যান। তাকে এখন উপ-প্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। দেশটির মন্ত্রিসভার পদের মান অনুযায়ী, এটি পররাষ্ট্রমন্ত্রীর থেকেও কম গুরুত্বপূর্ণ।
রাবের বিরুদ্ধে অভিযোগ, তিনি কিছু কর্মকর্তা এবং রাষ্ট্রদূতদের বিশ্বাস হারিয়েছেন। এছাড়া তালেবানরা কাবুল দখল করার সময় তিনি ছুটিতে ছিলেন এবং পরবর্তীতে নাগরিকদের আফগানিস্তান থেকে নিরাপদে নিয়ে আসার সময় তার ভুল ব্যবস্থাপনার কারণে কিছু লোক যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে বের হতে পারেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct