সেক আনোয়ার হোসেন, হলদিয়া: হলদিয়ার মাটিতে দাঁড়িয়ে যুব সংগঠনকে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন তৃণমূলের রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। সুতাহাটার সুবর্ণ জয়ন্তী ভবনে তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের আহ্বানে কর্মী সভা থেকে সায়নী ঘোষ একের পর এক কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই তোপ দাগলেন তিনি বলেন ত্রিপুরায় আগামি দিনে তৃণমূল সরকার গড়বে বলেও আহ্বান রাখেন।এই সভায় সভাপতিত্ব করেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক বিভাগের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক দাস।
আর কিছু দিন পরে পুরসভার ভোট, তার পরেই ২০২৪ শে লোক সভার নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন সায়নী ঘোষ। স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান তমলুকের মাটি। দুই দিনের জেলা সফর শেষ করলেন সুতাহাটার মাটি থেকে । সফরের একে বারে শুরু থেকে শেষ পর্যন্ত দলের কর্মী সমর্থক যুব ছাত্র মহিলা সংখালঘু শ্রমিক বিভিন্ন শাখা সংগঠনের সঙ্গেই সমন্বয় রেখে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন । তিনি বলেন, “পূর্ব মেদিনীপুর অধিকারীদের গড় নয়” এই মাটি ‘শহীদের’ মাটি,তৃণমূলের শক্ত ঘাঁটি। পঞ্চায়েত নির্বাচনে বি জে পি কে ধরাশায়ী করতে হবে।যারা পাঁচিলে ছিলেন,জল মাপছিলেন, বা দুইকুল সমন্বয় করে চলছিলেন তাদের চিহ্নিত কররা জন্য যুব সভাপতি দের নির্দেশ দেন। দীর্ঘদিনের রাজনীতিবিদ পূর্ব মেদিনীপুর জেলার বর্ষিয়ান নেতৃত্ব বিধায়ক বিপ্লব রায় চৌধুরী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুধুমাত্র মুখ্য মন্ত্রী নয়,বিপ্লবের ধারা বা পথ যেটা আজ বিশ্ব নন্দীত চর্চিত।সেচ ও জলসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র বলেন, কর্মীদের সজাগ থাকতে হবে, সংগঠন কে শক্তিশালী করতে হবে। রাজ্যে কয়ে হাজার যুবক যুবতীদের কর্ম সংস্থান হবে অল্প সময়ের মধ্যেই।
তমলুক সাংগঠনিক বিভাগের জেলা সভাপতি বলেন দেবপ্রসাদ মন্ডল যুব দের উদ্দেশে বলেন আমাদের মধ্যেই থাকবে না অহংকার,থাকবে না কাটমানি, থাকবে শুধুমাত্র ভালো বাসা, যুব সভাপতিদের বলে আগামী ৩০ শে সেপ্টেম্বরের মধ্যেই প্রতিটি ব্লকের ৫০ জন যুবকের নাম দিতে নির্দেশ দেন তাদের নিয়ে কর্মশালার মধ্যে দিয়ে ভবিষ্যত প্রজন্ম তৈরি করা, প্রাকৃতিক দুর্যোগ কে উপেক্ষা করে কর্মী ও নেতৃত্ব রা এই সম্মেলনে উপস্থিত হয় তা চোখে পড়ার মত। এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র তমলুক সাংগঠনিক বিভাগের তৃণমূল কংগ্রেসের জেলার চেয়ারম্যান বিপ্লব কুমার চৌধুরী সাংগঠনিক সভাপতি দেবপ্রসাদ মন্ডল। মহিষাদলে বিধায়ক তিলক কুমার চক্রবর্তী নন্দকুমার এর বিধায়ক সুকুমার দে পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক ফিরোজা বিবি পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস হলদিয়ার প্রাক্তন বিধায়ক তুষার কান্তি মন্ডল,আই এন টি টি ইউ সির সভাপতি তাপস কুমার মাইতি মহিলা তৃণমূল সেলের সভাপতি শিবানী দে কুন্ডু,স্বপ্ন নস্কর ,সেক সুপিয়ান সহ অনেকেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct