আপনজন ডেস্ক: বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন ২০২১ সালের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে। তাতে অন্যান্য দেশপ্রধানদের সঙ্গে স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আরও এক ভারতীয় এই তালিকায় স্থান করে নিয়েছেন। তিনি হলেন করোনা ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এসআইআই) সিইও আদর পুনাওয়ালা।
মর্যাদাপূর্ণ টাইম ম্যাগাজিন বুধবার ২০২১ সালের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের এই তালিকা প্রকাশ করেছে। আশ্চর্যজনকভাবে, এই তালিকায় তালিবানের সহ-প্রতিষ্ঠাতা এবং আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারের নামও রয়েছে।
টাইম ম্যাগাজিন ছটি ক্যাটেগরিতে তালিকা ভাগ করেছে। সেগুলি হল, লিডারস, আইকনস, পাইওনিয়ার্স, আর্টিস্টস, ইনোভেটরস ও টাইটানস। তবে লিডারস তালিকায় যারা স্থান পেয়েছেন তাদের সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। সিএনএন-এর প্রখ্যাত সাংবাদিক ফরিদ জাকারিয়া লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে। তিনি লিখেছেন, মোদি দেশকে ধর্মনিরপেক্ষতা থেকে দূরে সরিয়ে হিন্দু জাতীয়তাবাদের দিকে ঠেলে দিয়েছেন। এছাড়া ৬৯ বছর বয়সি এই নেতার বিরুদ্ধে ভারতের মুসলিম সংখ্যালঘুদের অধিকার খর্ব করা এবং সাংবাদিকদের কারাগারে বন্দী এবং ভয় দেখানোর অভিযোগও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
আবার এটাও বলা হয়েছে, স্বাধীন ভারতের ৭৪ বছরের ইতিহাসে তিনজন গুরুত্বপূর্ণ নেতা আছেন। তাঁরা হলেন - জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী এবং মোদী। নরেন্দ্র মোদী সেই তালিকায় তিন নম্বরে আছেন। নেহরু এবং ইন্দিরার পর কেউ আর দেশের রাজনীতিতে এভাবে আধিপত্য বিস্তার করেননি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে লিখেছেন প্রখ্যাত সাংবাদিক বরখা দত্ত। তিনি মমতাকে অকুতোভয় হিসেবে তুলে ধরেছেন। তিনি লিখেছেন, বিজেপির অর্থ এবং লোকবল সত্ত্বেও গত ২ মে আপাতদৃষ্টিতে অপরাজেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিস্তারাবাদী উচ্চাকাঙ্খার বিরুদ্ধে উনি মমতা দুর্গের মতো দাঁড়িয়েছিলেন। তারপর তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হন। ভারতীয় রাজনীতিতে অন্যান্য মহিলাদের মতো মমতাকে কখনও কোনও কলঙ্কের দাগ দেওয়া হয়নি। উনি দারিদ্র্যতার মধ্যে থেকে উঠে এসেছিলেন। পরিবারকে সাহায্যের জন্য একটা সময় স্টেনোগ্রাফার হিসেবে কাজ করেছেন, দুধের বুথের ভেন্ডর হিসেবে কাজ করেছেন। সাংবাদিক বরখা দত্তের লেখা সেই বিবরণে আরও বলা হয়েছে, মমতার বিষয়ে বলা হয় যে উনি নিজের দল তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেন না। তিনিই হলেন দল। পুরুষতান্ত্রিক সংস্কৃতির মধ্যে তাঁর স্ট্রিট-ফাইটার মনোভার এবং নিজের হাতে গড়া জীবনই তাঁকে আলাদা করে তুলেছে। তিনি অকুতোভয়।
লিডারদের তালিকায় মোদী, মমতা, মোল্লা আব্দুল গনি বারাদারের ছাড়াও রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইজরায়েলের প্রেসিডেন্ট নাফতালি বেনেট, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও জায়গা পেয়েছেন।
আইকনস ক্যাটাগরিতে স্থান পেয়েছেন ব্রিটিশ রাজপরিবারের পরিচিত মুখ প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। এই ক্যাটাগরিতে আরও অনেকের সঙ্গে নাম এসেছে রুশবিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি, পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের।
পাইওনিয়ার্স ক্যাটাগরিতে নাম এসেছে সংগীত শিল্পী বিলি ইলিশ, সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালার। টাইটানস ক্যাটাগরিতে অনেকের মধ্যে নাম এসেছে অ্যাপলের সিইও টিম কুকের। আর্টিস্টস ক্যাটাগরিতে নাম এসেছে অভিনেত্রী কেট উইন্সলেট, স্কারলেট জোহানসনের। ইনোভেটরস ক্যাটাগরিতে আরও অনেকের সঙ্গে স্থান পেয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।
অন্যদিকে, টাইমের তালিকায় স্থান করে নিয়েছেন ফিলিস্তিনি অধিকার কর্মী ও জমজ ভাইবোন মুনা আল-কুর্দ ও মোহাম্মেদ আল-কুর্দ। প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ বছর বয়সী জমজ সহোদরের পরিবার অধিকৃত পূর্ব জেরুজালেমের শেখ জারাহ’র বাড়ি থেকে ইসরায়েলি বাহিনীর দ্বারা জোরপূর্বক বাস্তুচ্যুতের মুখোমুখি হয়েছিল। চলতি বছরের শুরুর দিকে তারা ইসরাইলি দখলদারিত্ব বন্ধ করার জন্য একটি বৈশ্বিক প্রচারণার মুখ হয়ে ওঠে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct