এম মেহেদী সানি, বনগাঁ: উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের পক্ষ থেকে বনগাঁর নীলকুঠি আদিবাসী এলাকায় ৫৫ টি দুঃস্থ পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী তুলে দেওয়া হল। মঙ্গলবার ওই কলেজের ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস) ইউনিটির উদ্যোগে এবং কলেজের অধ্যক্ষ ড. বিশ্বজিৎ ঘোষ সহ শিক্ষা কর্মীদের সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয়েছে বলে জানান এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার অধ্যাপক বিকাশ মণ্ডল |সীমান্ত শহর বনগাঁর দীনবন্ধু মহাবিদ্যালয়ের একের পর এক মানবিক উদ্যোগ নজর কেড়েছে এলাকাবাসীর।
কলেজের অধ্যক্ষ ড. বিশ্বজিৎ ঘোষের উদ্যোগে এদিন গ্রামপঞ্চায়েত এলাকার প্রথম বর্ষে পাঠরত ২১ জন দুঃস্থ কলেজ পড়ুয়াদের হাতে ৫০০ টাকা করে তুলে দেওয়া হয়। এ পর্যন্ত মোট ৫১ জন ছাত্রছাত্রীকে এই সহযোগিতা করা হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের পক্ষ থেকে একটি ফান্ড গঠন করা হয়েছে, সেখান থেকে ওই সমস্ত দুঃস্থ কলেজ ছাত্রছাত্রীদের সহযোগিতা করা হচ্ছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct