নকীব উদ্দিন গাজী, ডায়মন্ডহারবার: এক ভবঘুরে রাস্তার মধ্যেই জন্ম দিলেন এক সদ্যোজাতকে। বৃষ্টির মধ্যেই বেশ কিছুক্ষণ রক্তাক্ত অবস্থায় ছটফট করতে লাগল ওই সদ্যোজাত। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার রামনগর থানার রায়চক মরে।
মঙ্গলবার সকালে বৃষ্টির মধ্যেই এই ভবঘুরে মহিলা রায়চক এ মরে এদিক-ওদিক করছিল হঠাৎই প্রসব যন্ত্রণা রাস্তার মধ্যে সদ্যোজাত জন্ম দিয়ে আপন খেয়ালে বৃষ্টির মধ্যে বাচ্চাকে ফেলে নিজের সেটের তলায় গিয়ে বসে । সেই সময় বেশ কিছু অটোযাত্রী যাওয়ার সময় দেখে তখনই বাচ্চাটি বৃষ্টির মধ্যেই ছটফট করছে অবশেষে অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাচ্চাটিকে তুলে নিয়ে চলে যায় ততক্ষণ মা রক্তাক্ত অবস্থায় এককোনে জড়সড় হয়ে বসে আছে। আর এই খবর ছড়িয়ে পড়তে এলাকার মানুষ ছুটে এসে দেখে ওই ভবঘুরে মহিলা ঠাণ্ডায় কাঁপছে রক্ত বয়ে যাচ্ছে তার শরীর থেকে এরপরে রামনগর থানায় খবর দেয়া হয় স্থানীয় মানুষের উদ্যোগে পুলিশের সহযোগিতায় ভবঘুরে মহিলাকে ডায়মন্ডহারবার সরিষা হাসপাতালে ভর্তি করা হয়। ততক্ষণ বাচ্চাটিকে অন্য কেউ নিয়ে চলে যায় ।
এরপর ঘটনাস্থলে পুলিশ গিয়ে বাচ্চাটি, কে বা কারা নিয়ে গেছে তা খোঁজ শুরু করে, ঘন্টা দুয়েক পর এই বাচ্চাটিকে উদ্ধার করে এক দম্পতির কাছ থেকে। আপাতত এই বাচ্চাটিকে ডায়মন্ড হারবারের সরিষা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা হচ্ছে বলে জানা যায় পুলিশ সূত্রে। এই খবর পাওয়ার পর ঘটনাস্থলে ও হাসপাতালে যান ডায়মন্ড হারবার দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরুময় গায়েন। তিনি বলেন, সদ্যজাত ও তার মাকে দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে চিকিৎসা করা হবে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে যাতে সদ্যোজাত ও তার মা চিকিৎসা পায় ও বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন তার ব্যবস্থা করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct