অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: যথাযোগ্য মর্যাদায় পালিত হল বালুরঘাট দিবস। ঐতিহাসিক ১৪ সেপ্টেম্বর তথা বালুরঘাট দিবস উদযাপন উপলক্ষ্যে এদিন উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানী এ, জেলা পুলিশ সুপার রাহুল দে,জেলা তথ্য ও সংস্কৃতিক দপ্তরের আধিকারিক শান্তনু চক্রবর্তী, বালুরঘাট পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান শেখর দাস গুপ্ত,প্রাক্তন মন্ত্রী শংকর চক্রবর্তী, উদযাপন কমিটির সভাপতিত্ব পীযূষ কান্তি দেব ,সদস্য বিপ্লব খাঁ ,সুভাষ চাকি সহ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
উল্লেখ্য, ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলন যখন তার চরম পর্যায় পৌঁছেছে ঠিক তখনই আজকের দিনে বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামীদের অন্যতম স্বরজ রঞ্জন চট্টপাধ্যায় এর নেতৃত্বে প্রায় ১০হাজার মানুষ নৌকাযোগে ডাঙ্গিহাটে সমাবেত হন ।সেখানথেকে তারা মিছিল করে বালুরঘাট ডাকঘর, ট্রেজারি বিলডিং, কালেকটারি বিলডিং এ হানা দেয়। এবং সেই স্বাধীনতা সংগ্রামিদের আন্দোলনের ফলে অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তর দখল করে নেন। এরপর বালুরঘাট প্রায় আড়াই দিন ইংরেজ শাসন মুক্ত ছিল। সেই সময় বালুরঘাটবসী সর্বপ্রথম স্বাধীনতার স্বাদ লাভ করেছিল। সেই দিনটিকে স্মরণে রেখে প্রতিবছর বালুরঘাটের জেলাশাসক এর দপ্তরের সামনে বালুরঘাট দিবস উদযাপিত হয়ে আসছে।
মঙ্গলবার বালুরঘাটে অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনে সংলগ্ন বালু ছায়া সভাগৃহে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক আয়েশা রানি।
করোনা আবহে সম্পূর্ণ ছোট করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এবছর।
এবিষয়ে, বালুরঘাট দিবস উদযাপন কমিটির সভাপতি পীযূষ কান্তি দেব জানান,১৯৪২
সালে ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত করেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী। সেই
ভারতছাড়ো আন্দোলনের ঢেউ দক্ষিণ উপজেলা এসে পৌঁছায় ১৪ সেপ্টেম্বর। প্রতিবছর এই দিনটি পালন করা হয় বালুরঘাট দিবস হিসেবে।সেই মত আজ এই দিনটি পালন করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct