সাদ্দাম হোসেন মিদ্দে, নিউটাউন: কথায় বলে মশা মারতে কামান দাগা। সাধারণত ছোট কাজে বড় জিনিসের ব্যাবহার বোঝাতে কথাটি প্রচলিত। কথার কথা নয়, বাস্তবের প্রতিচ্ছবি দেখা গেল নিউটাউনের সাপুরজি এলাকায়। ম্যানহোলে মহিলার আটকানো পা উদ্ধারে কাজে লাগানো হল দমকল-এনডিআরএফ ও পুলিশকে!
মঙ্গলবার দুপুরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ৬০ বছরের এক বৃদ্ধ মহিলা। মহিলার নাম জয়শ্রী চৌধুরী। তিনি নিউটাউন হাইট আবাসনের বাসিন্দা। সকাল থেকে লাগাতার বর্ষণে জল জমে ছিল রাস্তায়। বর্ষার শহরে যা চেনা ছবি। ডিএলএফ স্পেনসার্স শপিং মলের সামনে আচমকাই ম্যানহোলে পা আটকে যায় বৃদ্ধার। কোনভাবেই তিনি পা বার করতে পারছিলেন না। আর্তনাদ করতে থাকেন অশীতিপর বৃদ্ধা মহিলা।
ঘটনার খবর পৌঁছায় স্থানীয় টেকনোসিটি থানায়। ঘটনাস্থলে এসেও মহিলার আটকানো পা বার করতে ব্যার্থ হয় পুলিশ! নিরুপায় হয়ে খবর দেওয়া হয় দমকল ও এনডিআরএফকে। দমকল ও এনডিআরএফ কর্মীদের যৌথ প্রয়াসে মহিলাকে ২ ঘন্টা পর উদ্ধার করা সম্ভব হয়। মহিলাকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
ম্যানহোলটি খোলা ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রশাসনিক ব্যার্থতাকে দায়ী করেছেন আবাসিকের বাসিন্দা ও স্থানীয় মানুষ। তারা বলেন এর আগেও এমন ঘটনা ঘটেছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি।
দুর্ঘটনার পর এদিন ঘটনাস্থলে ভিড় জমে যায়। সাধারণত আগুন লাগার ঘটনা বা ঝড়, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দূর্যোগে কাজে লাগানো হয় দমকল ও এনডিআরএফকর্মীদের। কিন্তু ম্যানহোলে আটকানো পা উদ্ধারে দমকল-এনডিআরএফকর্মীদের আসার ঘটনা প্রায় বিরল। ঘটনার আকস্মিকতায় আতঙ্ক ছড়ায় এলাকায়! এমনিতেই কয়েক মাস আগে সাপুরজি আবাসনে পুলিশি এনকাউন্টারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে ছিল। এদিন প্রথমে অনেকেই ভাবেন আবার হয়তো তেমন কোনো ঘটনা ঘটেছে! আসল ঘটনা জেনে অবশ্য তারা আতঙ্ক মুক্ত হন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct