সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: ভোটের ফলাফল প্রকাশের পর ২ রা মে হিংসার স্বীকার হয় গৌরব সরকার নামে বীরভূম জেলার ইলামবাজার ব্লকের গোপাল নগরের যুবক। ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় ইলামবাজার থানায় মোট ২৪ জনের নামে অভিযোগ দায়ের হয়। এই প্রথম বীরভূমে ভোট পরবর্তী হিংসায় অভিযুক্তকে আটক করেছে সিবিআই, অভিযুক্তের নাম ভনা মির্দ্ধা বয়স ২৭ বছর। উল্লেখ্য এই ঘটনায় ৬ অভিযুক্তকে ইলামবাজার থানা গ্রেপ্তার করেছিল কিন্ত তারা জামিনে মুক্ত আছে।
সোমবার দুপুর ২ টা নাগাদ বোলপুর আদালতে অভিযুক্তকে পেশ করে সিবিআই এর ৫ সদস্য সহ সিবিআই এর দুই আইনজীবী মারফত। অভিযুক্তের আইনজীবী সিদ্ধার্থ চট্টোপাধ্যায় জানান,অভিযুক্ত কে হুগলি’র শেওড়াফুলি থেকে আটক করা হয় ১২ সেপ্টেম্বর রাতের দিকে। অভিযুক্তের ২৩ নম্বরে নাম রয়েছে অভিযোগের তালিকায়। সিবিআই এর তরফে পিসি চাওয়া হয়েছিল ৫ দিনের, বিচারক তাহা ৪ দিনের জন্য মজ্ঞুর করেন। অভিযুক্ত এখন সিবিআই হেফাজতে, আগামী ১৭ সেপ্টেম্বর ভনা মির্দ্ধাকে আদলতে পেশ করা হবে। অভিযুক্তর বিরুদ্ধে ৩০২ ,৩০৭ ,৩২৪, ৩৪ আইপিসি ধারায় মামলা রুজু আছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct