এম মেহেদী সানি, বনগাঁ: উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ সোমবার পদত্যাগ করেছেন। এদিন সকালে বনগাঁ বিডিও অফিসের এস্টাবলিশমেন্ট বিভাগে তিনি পদত্যাগপত্র জমা দেন। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান প্রসেনজিৎ বাবু পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত সমস্যা’র কথা তুলে ধরেছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজস্ব ফেসবুক পেজে এক বার্তায় প্রসেনজিৎ বাবু পদত্যাগের বিষয়টি সকলকে জানান। সেখানে তিনি লেখেন “ প্রিয় ছয়ঘরিয়াবাসী, ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর আপনাদের আশীর্বাদে, ভরসায় ভালবাসায় এবং বাকি ১৭ জন সদস্য–সদস্যার সমর্থনে ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেছিলাম। বিগত তিন বছর আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আনন্দে, দু:খে আপনাদের পাশে থাকার। ছয়ঘরিয়া অঞ্চলের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে দলের নির্দেশ এবং পরামর্শানুযায়ী কাজ করার চেষ্টা করেছি। আমি আমার ব্যক্তিগত কারণে প্রধান পদ থেকে পদত্যাগ করলাম। ভুল ত্রুটি মার্জনা করবেন। সকলের ভালো হোক। সকলে মিলে ভালো থাকবেন। ছয়ঘরিয়া অঞ্চল উন্নয়নের ছন্দে এগিয়ে যাক।’
কিন্তু আচমকা তাঁর এই পদত্যাগের প্রকৃত কারণ কী তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক মহলে ওই বিষয়ে জল্পনা শুরু হয়েছে। এদিন বনগাঁ বাটার মোড় এলাকায় অনুষ্ঠিত তৃণমূলের ‘মিলন মেলা’ মঞ্চে কমপক্ষে ৭০০ জন বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকার, চেয়ারম্যান শঙ্কর দত্ত, বনগাঁ পৌরসভার মুখ্য প্রশাসক ও প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ সহ অন্যান্যরা। বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর দত্ত বলেন ‘আজ বনগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিজেপির মন্ডল সভাপতি, আইটি সেলের চারজন সভাপতি, এবং রাজ্য ও জেলাস্তরের বিভিন্ন পদাধিকারী বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct