সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: দুয়ারে সরকারের আদলে এবার দুয়ারে জেলা পরিষদ সদস্য। দুয়ারে গিয়ে ভাঙড়ের আদিবাসী প্রধান গ্রামে ত্রিপল বিতরণ করলেন প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লার পুত্র মোস্তাক আহমেদ। সোমবার জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদ ভাঙড় ২ ব্লকের ব্যাঁওতা ১ গ্রাম পঞ্চায়েতের ঘাসখালি গ্রামের গরিব পরিবারের হাতে ত্রিপল গুলি তুলে দেন। জেলা পরিষদ সদস্য কোটায় এদিন ৩০ টি ত্রিপল প্রদান করা হয়।
ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লার পুত্র ভাঙড় থেকে নির্বাচিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য। দীর্ঘ প্রায় ১ বছর ধরে জেলা পরিষদ সদস্যকে ভাঙড়ে দেখা যায়নি বলে এলাকার মানুষের অভিযোগ। তবে নতুন করে আবার মোস্তাক আহমেদ এলাকায় আসছেন। পুনরায় দাঁড়ানোর চেষ্টা করছেন মানুষের পাশে। এদিন তিনি ঘাসখালি গ্রামে ত্রিপল বিতরণ করেন। এক সপ্তাহ আগে ব্যাঁওতা ১ অঞ্চলের চড়িশ্বর গ্রামে বৃক্ষ বিতরণ করেছিলেন। জেলা পরিষদ সদস্যের পুনরায় এমন কাজে যথেষ্ট খুশি আদিবাসী পাড়াসহ এলাকার মানুষ।
মুস্তাক আহমেদ বলেন, “আমাদের সরকার এখন মানুষের দুয়ারে। তাই আপনার জেলা পরিষদ সদস্যও আপনার দুয়ারে। মানুষের দুয়ারে গিয়ে আমি চেষ্টা করছি অভাব-অভিযোগ শোনার। বিশেষ ভাবে আদিবাসী প্রধান ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের পাশে আমি সর্বদা থাকার চেষ্টা করছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct