আপনজন ডেস্ক: তালিবানরা আফগানিস্তানে শাসন ক্ষমতায় আসার পর তারা জানিয়েছে সেখানে শরীয়তের শাসন জারি করা হবে। তিারপর থেকে শরীয়ত ও অাফগানিস্তান নিয়ে জোর চর্চা চলে। হিন্দি দৈনিক ভাস্করের সাংবাদিক আপগানিস্তান প্রসঙ্গে ও শরীয়ত প্রসঙ্গে মতামাত জানার জন্য হাজির হয়েছিলেন, দারুল উলুম দেওবন্দের শীর্ষ কর্ণধার মাওলানা আরশাদ মাদানির কাছে। ছেলেমেয়েদের একসঙ্গে পড়াশোনা করা নিয়ে তালিবানদের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, কে বলে যে শুধুমাত্র শরিয়া বলে যে ছেলে এবং মেয়েরা একসাথে পড়াশোনা করতে পারে না। আমাদের দেশে তো বহু বিশ্ববিদ্যালয় এবং কলেজ আছে যা কোয়েড নয়? তিনি এও জানান, একই সঙ্গে মেয়েদের জন্য আলাদা কলেজ এবং ছেলেদের জন্য আলাদা কলেজ আছে। এগুলি শরীয়ত অনুমোদন করে। এখানে নিশ্চয়ই তালিবানরা এসে ছেলে ও মেয়দের জন্য অালাদা কলেজের ব্যবস্থা করেনি। তাই মেযেদের আলাদা কলেজ নিয়ে তালিবানদের বক্তব্যে এত হইচই করা কিছু নেই।
মেয়েদের প্রতিবাদ নিযে আরশাদ মাদানি বলেন, পর্দা মেনে মেয়েরো প্রতিবাদ করতে পারে। পর্দা মানে বোরকা বা আবরু রক্ষা করা পোশাক। যাতে অন্যরা মহিলাদের শরীরের অংশ দেখতে না পায়।
তালিবান শাসন সম্পর্কে মাদানি বলেন, আমি জানি না আজ সেখানে কি হচ্ছে। তবে, যতটুকু জানা যাচ্ছে। এখন পর্যন্ত তারা সঠিকভাবে শাসনও করতে পারেনি। প্রথমে তাদেরকে স্বাধীনভাবে শাসন করতে দিন। যদি তারা সেখানে শান্তি বজায় রাখে কিনা দেখা দরকার। যদি সেখানে প্রত্যেক ব্যক্তির সম্মান, সম্মান এবং অধিকার সুরক্ষিত হয় তখন তাদেরকে ভালো বলা যাবে। যতক্ষণ না তারা সম্পূর্ণভাবে শাসন করছে, ততক্ষণ কিচু মন্তব্য করা মুশকিল।
আরএসএস প্রধান মোহন ভাগবত হিন্দু ও মুসলমানদের পূর্বপুরুষরা একই বলে যে অভিমত প্রকাশ করেছেন তা নিয়ে, আরশাদ মাদানি বলেন, তিনি কি ভুল বলেছেন? ভারতে বসবাসকারী গুর্জার, জাট, রাজপুতরাও হিন্দু এবং মুসলমানও আছে। এটা ভারতের বৈচিত্র। আরএসএস -এর পুরনো মনোভাব পরিবর্তন হচ্ছে বলে তিনি মনে করেন।
ভাগবত মুসলিমদের জাতীয় ভাবধারা নিয়ে প্রশ্ন তুলেছেন তা নিয়ে মাদানি বলেন, মুসলমান তার দেশকে ভালোবাসে। যেসব সন্ত্রাসী মামলা ধরা পড়েছে, সেগুলো বেশিরভাগই মিথ্যা। কারণ যদি এই সব সত্য হয়, তাহলে নিম্ন আদালত থেকে শাস্তি পাওয়ার পর, মানুষ হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে কিভাবে খালাস পায়? আমার আগে এমন অনেক মামলা হয়েছে, যেখানে নিম্ন আদালত এবং হাইকোর্ট মৃত্যুদণ্ড দিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট এই ব্যক্তিকে বেকসুর খালাস দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct