আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ২০২২ সালে। ইতিমধ্যে কোমর বেঁধে নামতে শুরু করেছে বিজেপি। যোগী আদিত্যনাথের সাফল্যকে ঢাল করে প্রচারে নেমেছে বিজেপি। এবার কংগ্রেস নির্বাচনী প্রচারে নামতে শুরু করছে। উত্তরপ্রদেশে কংগ্রেস এবার মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরা হতে পারে প্রিয়াঙ্কা গান্ধিকে।
এ ব্যাপারে কংগ্রেস নেতা সলমান খুরশিদ বলেছেন, আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস কোনও রাজনৈতিক দলের সাথে জোট গঠন করবে না। দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরার নেতৃত্বে আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
সংবাদ সংস্থা এনএনআইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে খুরশিদ বলেন, আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের জন্য কংগ্রেস কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন না করলেও যদি কেউ আমাদের দলে যোগ দিতে চায়, তাদের স্বাগত জানানো হবে।
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার নেতৃত্বে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করব। আমরা যাতে জিততে চাই তা নিশ্চিত করার জন্য তিনি কঠোর পরিশ্রম করছেন। পরে, তাকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করা হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct