মঞ্জুর মোল্লা, নদিয়া: দূষণমুক্ত করতে অভিনব উদ্যোগ পৌরসভার পক্ষ থেকে বাড়ির জঞ্জালমুক্ত রাখতে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে নতুন উদ্যোগ। এবার থেকে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে বাড়ির আবর্জনা রাখার বালতি। প্রতিদিনই পৌরসভার সাফাই কর্মীদের বালতি সংগ্রহের মাধ্যমে চলবে আবর্জনা মুক্ত অভিযানের কাজ এমনটাই জানালেন শান্তিপুর পৌরসভার সহ প্রশাসক শুভজিৎ দে।
এ ব্যাপারে শুভজিৎ দে জানান পৌরসভাই ইতিমধ্যে ৭০০০০ বালতি এসে পৌঁছেছে। যা বন্টন করা হবে শান্তিপুর পৌরসভার অন্তর্গত ২৪ টি ওয়ার্ডের প্রত্যেকটি পরিবারে। যদিও প্রাথমিক ভাবে দুটি ওয়ার্ড কে নির্ধারণ করেছে পৌরসভা।
আট নম্বর ওয়ার্ড ও ২৪ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি বসবাসকারী পরিবারের হাতে তুলে দেওয়া হবে আবর্জনামুক্ত বালতি। এর পরেই শান্তিপুরের ২৪ টি ওয়ার্ডের প্রত্যেক পরিবারের হাতে তুলে দেওয়া হবে এই আবর্জনামুক্ত বালতি। যদিও এর আগেও শান্তিপুর পৌরসভার অন্তর্গত বেশ কয়েকটি জনবহুল এলাকায় আবর্জনা জমে থাকার কারণে একাধিক দুর্ঘটনা ঘটে যাওয়ার মতো ঘটনা ঘটে।
বারবার দমকল বাহিনীর তৎপরতায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় একাধিক অভিযোগ উঠে এসেছিল শান্তিপুর পৌরসভার বিরুদ্ধে। সহ প্রশাসক শুভজিৎ দের দাবি, এই আবর্জনামুক্ত বালতির মাধ্যমে প্রত্যেকটি পরিবার যেমন জঞ্জালমুক্ত থাকবে পাশাপাশি জনবহুল এলাকাগুলিতে আবর্জনা জমে থাকবে না।
পৌরসভার সাফাই কর্মীরায় প্রতিদিনই আবর্জনা জড়ো করে রাখা বালতি গুলি নিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলার ব্যবস্থা করবে। তাতে করে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি জঞ্জালমুক্ত থাকবে বসবাসকারী পরিবারগুলি। পরে পরিবেশ দূষণমুক্ত থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct