নিজস্ব প্রতিবেদক, ভাঙড়: ভাঙড়ে তৃণমূলের সভায় দাঁড়িয়ে দলকে শক্তিশালী করার আহ্বান করলেন তৃণমূল কংগ্রেসের জেল সভাপতি শুভাশীষ চক্রবর্তী। তিনি বলেন, ২০২১-এ আমরা ভাঙড়ে পরাজিত হয়েছি ২০২৪ সালে ভাঙড় থেকে রেকর্ড ভোটে আমরা জয়ী হব।
এদিনের সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন কয়েকশো বিজেপি কর্মী।
রবিবার ভাঙড়ের হাতিশালায় তৃণমূল সংখ্যালঘু সেলের ডাকে একটি রাজনৈতিক কর্মী সভায় দাঁড়িয়ে বিজেপি এবং আইএসএফ-এর বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি ভাঙড়ের দলকে আরও শক্তিশালী করতে কর্মীদের এগিয়ে আসার আহ্বান করেন।
ভাঙড়ে তৃণমূলের পরাজয় নিয়ে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, দক্ষিণ ২৪ পরগানার ৩১ টি বিধানসভার মধ্যে ৩০ টি তে আমরা জয়ী হয়েছি। কিন্তু ভাঙড়ে আমাদের ছন্দ পতন হয়েছে। ২০২৪ সালের নির্বাচনে এই ভাঙড় থেকে রেকর্ড ভোটে আমরা জয়ী হব। সভায় উপচে পড়া ভিড় দেখে আপ্লুত জেলা সভাপতি শুভাশীষ চক্রবর্তী এদিনের এই সভা মঞ্চে দাঁড়িয়ে কর্মী সভার আয়োজক সংখ্যালঘু সেলের সভাপতি মহাসিন গাজীকে ধন্যবাদ জানান। এর পাশাপাশি প্রয়াত তৃণমূল নেতা নান্নু হোসেনের নামে নার্সিং ট্রেনিং সেন্টার খোলার আহ্বান করেন বিশিষ্ট চিকিৎসক রেজাউল করিম এবং নান্নু হোসেনের ছেলে জাভেদ মিয়াদাদকে। এই সভায় জেলা সভাপতি শুভাশীষ চক্রবর্তী সহ উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগানা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী। তৃণমূল নেতা রেজাউল করিম, ভাঙড় ২ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরি সভাপতি আব্দুর রহিম, সংখ্যালঘু সেলের সভাপতি মহাসিন গাজী, মিজানুর আলম, ফিরোজ সাঁপুই, যুব নেতা রশিদ মোল্লা সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct